রাজ্যের প্রাথমিক স্কুলে পোস্টিংয়ের মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের।
এই মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তের প্রয়োজনে প্রাথমিকের ৩৪৪ জন শিক্ষককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে বলেও নির্দেশে জানিয়েছিলেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেই হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের।
আরও পড়ুন- গুণের অন্ত নেই কালীঘাটের কাকুর! জেরায় কী বললেন? কলকাতা হাতড়ে বেড়াচ্ছে ED
রাজ্যের প্রাইমারি স্কুলের শিক্ষকদের পোস্টিং মামালায় সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্যের যুক্তি ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই, তাই নতুন করে পোস্টিং মামলায় কেন্দ্রীয় সংস্থার তদন্তের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়।
আরও পড়ুন- তারাপীঠ মন্দির ছেড়ে অন্যত্র অধিষ্ঠান ‘তারা মা’য়ের! পুজো দিতে কোথায় যাবেন ভক্তরা?
সোমবার মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালেতর বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয়, প্রাথমিক স্কুলের পোস্টিং মামলায় হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হল। সুপ্রিম কোর্ট এদিন এই মামলায় রাজ্য সরকারকে মূল মামলাকারীদের নোটিশ দিতে বলেছে। এর আগে প্রাইমারি স্কুলে পোস্টিং মামলায় রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। সেক্ষেত্রেও মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। এমনকী তাঁকে জিজ্ঞাসাবাদের ভিডিও ফুটেজ পেশের উপরেও স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।