Advertisment

পুর নিয়োগে দুর্নীতি: সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court suspends CBI-ED probe into municipal recruitment corruption

সুপ্রিম কোর্ট।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-ইডি তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে রিভিউ পিটিশন দাখিলের নির্দেশ শীর্ষ আদালতের।

Advertisment

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগের পাশাপাশি রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ ঘিরেও দুর্নীতির অভিযোগ সামনে আসে। তারই পরিপ্রেক্ষিতে গত ২১ এপ্রিল তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশেই আপাতত এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ শীর্ষ আদালতের। রিভিউ পিটিশন দাখিলের এক সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের।

ঘটনাবহুল শুক্রবার। এবার রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ও ইডির তদন্তে স্থগিতাদেশ নির্দেশ সুপ্রিম কোর্টের। এর আগে নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনতে পারবেন না বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অবিলম্বে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এব্যাপারে তৎপরতার নির্দেশ সর্বোচ্চ আদালতের। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের নিয়োগ দুর্নীতির মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের।

আরও পড়ুন- ‘মনে হচ্ছে অভিষেক সংক্রান্ত মামলাটিই সরছে’, ধারণা বিকাশরঞ্জনের

যদিও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মনে করেন, নিয়োগ দুর্নীতির সব মামলা নয়। শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলাটিই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয়েছে বলে মনে করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলাটিই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট, প্রাথমিকভাবে এমনই মনে করছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

supreme court ED cbi
Advertisment