Advertisment

Tapas Roy: তাপসের বাড়ি ছাড়ল ইডি, বায়োডাটা ছাড়া আর কী কী বাজেয়াপ্ত? জানালেন খোদ তৃণমূল বিধায়ক

ED raid at Tapas Roy's home: পুরনিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোদ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি গোয়েন্দারা। সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও অভিযানে যায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বাড়ি ও অফিসে তল্লাশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Tapas Roy ed baranagar municipality recruitment scam , প্রায় ১২ ঘন্টা পর তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে গেল ইডি, কী কী বাজেয়াপ্ত

বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোদ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি গোয়েন্দারা। সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও অভিযানে যায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বাড়ি ও অফিসে তল্লাশি।

Advertisment

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও উত্তর দমদমের প্রাক্তন পুরপ্রধান সুবোদ চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি গোয়েন্দারা। সেই সঙ্গেই শাসক দলের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও অভিযানে যায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। বাড়ি ও অফিসে তল্লাশি।

রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে চলতি মাসের ৫ তারিখ ইডির আধিকারিকদের উপর হামলা চলেছিল। সঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় একই পরিস্থিতি হয় বনগাঁয়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিনের তিন জায়গায় তল্লাশিতে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযানে নেমেছিল ইডি। সকালে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর দল প্রথমেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপল রায়ের বাড়ি ঘিরে ফেলে। এরপর ভিতরে চলে যান ইডির গোয়েন্দারা। খবর পেয়ে পুলিশ বিধায়কের বাড়ি পৌঁছলেও তাদের বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন- Sudip Banerjee on Tapas Roy: তাপস রায়ের বাড়িতে ইডি, শুনেই সাংসদ সুদীপ বললেন…

এই তল্লাশির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খাড়া করেছেন তাপস রায়। বলেছেন, 'আমি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই, জড়িত থাকার কোনও সুযোগও ছিল না। আমার ঘরে কাগজের বোঝা খতিয়ে দেখেছে ওরা। মনে হচ্ছে এর সঙ্গে রাজীনতির যোগ রয়েছে।' বিধায়ক নিজেই বলেন, 'আমার মোবাইল ফোন নিয়ে গিয়েছে ইডির অফিসাররা। এছাড়া, অনেকেই আমার কাছে আসে কাজ চাইতে, সিভি দিয়ে যায়, সেগুলো পেয়েছে। আমি জনপ্রতিনিধি তাই এগুলো তো দিতে আসবেই। আমি কী করব? এইসব নথিও নিয়ে গিয়েছে।'

tmc Enforcement Directorate Baranagar Tapash Ray Municipality Job Scam
Advertisment