Advertisment

West Bengal News Live Updates: হাওড়ায় বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, আতঙ্কে প্রাণ হাতে পালাচ্ছেন অতিথিরা

West Bengal News Updates Today 17 Nov, 2024: রবিবার সকাল থেকে দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের আপডেট পড়ুন লাইভে। আজ দিনভর কোথায় কী হল, কী হচ্ছে আর কী হবে সমস্ত আপডেট পেয়ে যান এক ক্লিকে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal News Live: হাওড়ায় বিয়েবাড়িতে ভয়াবহ আগুন

News in West Bengal Live: হাওড়ায় বিয়েবাড়িতে ভয়াবহ আগুন। ফাইল ছবি

Latest West Bengal News Updates: রবিবার সকাল থেকে দিনভর রাজ্য তথা দেশের সব বড় খবরের আপডেট পড়ুন লাইভে। আজ দিনভর কোথায় কী হল, কী হচ্ছে আর কী হবে সমস্ত আপডেট পেয়ে যান এক ক্লিকে।

Advertisment

কলকাতার তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা কাণ্ডের 'মাস্টার মাইন্ড'কে জালে বন্দি করল পুলিশ। বাইকে চেপে ঝাড়খণ্ডের দিকে পালানোর পথে শনিবার বিকালে পূর্ব বর্ধমান জেলা পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কে গলসির উড়োচটি এলাকা থেকে পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতের নাম আফরোজ খান ওরফে গুলজার। গ্রেপ্তার হয়েই তৃণমূল কাউন্সিলার সুশান্ত ঘোষকে 'গুণ্ডা' বলে দাবি করেন আফরোজ খান। 

আরও পড়ুন- মেদিনীপুরের পর মালদা যোগ, ট্যাব কেলেঙ্কারিতে দুরন্ত কায়দায় পুলিশের জালে আরও এক

অনুব্রতর নেতৃত্বে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়লো বোলপুর তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ  সিনহা, সুদীপ্ত ঘোষ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ। সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল সেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গাই।

আরও পড়ুন- ঝলসে মৃত্যু ১০ সদ্যজাতর! বুক ফাটা কান্না, হাহাকার, গুরুতর আহত আরও ১৬ 

আরও পড়ুন- খুনের চেষ্টার পিছনে জমি বিবাদ? তৃণমূল কাউন্সিলার 'গুণ্ডা' বিস্ফোরক দাবি ধৃতের

  • Nov 17, 2024 18:41 IST
    West Bengal News Live: হাওড়ায় বিয়েবাড়িতে ভয়াবহ আগুন, আতঙ্কে পালাচ্ছেন অতিথিরা

    হাওড়ার ফোরশোর রোডে একটি বিয়েবাড়িতে আগুন। রবিবার সন্ধে ৫.৩০ মিনিট নাগাদ বিয়েবাড়ির মধ্যে প্যান্ডেলের একাংশে লাগে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা প্যান্ডেল। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় আশপাশে। পাশেই গঙ্গার হাওয়ায় আগুন আরও ছড়াচ্ছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করছে। আতঙ্কে বিয়েবাড়ি থেকে পালাচ্ছেন লোকজন।



  • Nov 17, 2024 17:29 IST
    West Bengal News Live: ফের চিনা মাঞ্জার ফাঁদ, মা ফ্লাইওভারে আহত বাইক আরোহী

    শহরে চিনা মাঞ্জার ফাঁদ। মাঞ্জা গলায় লেগে ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। আহত হলেন এক মোটর সাইকেল আরোহী। অভিযোগ, ১০০ ডায়াল করে সাহায্য় চাইলেও মেলেনি। পুলিশ দেরিতে এসে পৌঁছয় ঘটনাস্থলে।



  • Nov 17, 2024 16:31 IST
    West Bengal News Live: দুই গোষ্ঠীর সংঘর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা মুর্শিদাবাদের বেলডাঙায়

    দুই গোষ্ঠীর সংঘর্ষে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের বেলডাঙায়। শনিবার রাতে বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। বিক্ষোভের জেরে বেলডাঙা স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে ভাগীরথী এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব। রাত থেকে বেলডাঙার বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ। রবিবারও এলাকা থমথমে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত বলেও পুলিশ সূত্রে খবর। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। বিস্তারিত পড়ুন 



  • Nov 17, 2024 16:28 IST
    West Bengal News Live: আসানসোলে জমি বিবাদে দুই পড়শি পরিবারের মধ্যে তরোয়াল 'যুদ্ধ'

    জমি নিয়ে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বিবাদ। বাদানুবাদের পর তরোয়াল বার করে নিয়ে আসেন দুই বাড়ির লোকজন। তার পর রাস্তার উপরই চলে তরোয়ালের যুদ্ধ। ঝরল রক্ত। রবিবার দুপুরে ওই ঘটনা ঘিরে শোরগোল পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটি থানার মনোবেড়িয়া এলাকায়।



  • Nov 17, 2024 16:25 IST
    West Bengal News Live: মহারাষ্ট্রে ভোট প্রচারে শুভেন্দু, পুজো দিলেন সিদ্ধিবিনায়ক মন্দিরে

    মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে মুম্বাইতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুম্বাইতে দাদর বিজেপি কার্যালয়ে 'জাগ্রত বাঙালি' শীর্ষক একটি আলোচনা সভায় বাঙালিদের একজোট হবার আহ্বান জানিয়ে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর মুম্বাইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দেন তিনি। 



  • Nov 17, 2024 15:49 IST
    West Bengal News Live: কলকাতায় দিনদুপুরে সোনার দোকানে লুঠের চেষ্টা, মালিকের গলায় একাধিক কোপ

    খাস কলকাতায় সোনার দোকান লুঠের চেষ্টা। বাধা পেয়ে কোপানো হল দোকানের মালিককে। মুকুন্দপুরের গীতাঞ্জলি জুয়েলার্সে রবিবার ডাকাতির চেষ্টা। দুষ্কৃতী ধরে ফেলেন স্থানীয়রাই। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর জখম দোকানের মালিক সঞ্জয় কুমার সরকার। ঘটনার তদন্তে যাদবপুর থানার পুলিশ।



  • Nov 17, 2024 13:43 IST
    খাস কলকাতায় আক্রান্ত পুলিশ

    খাস কলকাতায় আক্রান্ত হলেন পুলিশ কর্মী। অভিযোগ গতকাল রাতে রিজেন্ট পার্ক এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থামাতে এসে আক্রান্ত হন এক পুলিশ কর্মী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এই ঘটনায় তিন জনকে আটক করেছে কলকাতা পুলিশ। 



  • Nov 17, 2024 13:06 IST
    West Bengal News Live Updates: কেজরিকে চিঠি, 'বোমা' ফাটিয়ে পদত্যাগ করলেন দলের হেভিওয়েট মন্ত্রী

    'অন্য কোনো বিকল্প ছিল না' পদত্যাগ প্রসঙ্গে এমনই দাবি করেছেন কৈলাশ গেহলট।

    বিস্তারিত পড়ুন- কৈলাশ গেহলট



  • Nov 17, 2024 12:37 IST
    West Bengal News Live Updates: নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মানে সম্মানিত মোদী

    নাইজেরিয়ার সর্বোচ্চ সম্মান "দ্য গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার" ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    বিস্তারির পড়ুন-  সম্মানিত প্রধানমন্ত্রী



  • Nov 17, 2024 11:30 IST
    West Bengal News Live Updates: ভয়াবহ দুর্ঘটনার কবলে বিধায়কের গাড়ি

    ভয়াবহ দুর্ঘটনার কবলে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। মৃত্যু হয়েছে ২ জন। আহত হয়েছেন আরও তিনজন। 

    পড়ুন বিস্তারিত- হাওড়ায় মৃত ২



  • Nov 17, 2024 09:40 IST
    West Bengal News Live Updates: উইকেন্ডে রাজ্যজুড়েই শীতের আমেজ! জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে? রইল লেটেস্ট আপডেট

    নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসে শীতের আমেজ গোটা বাংলায়। আবহাওয়া দফতর সূত্র জানা গিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। 

    পড়ুন বিস্তারিত-  জাঁকিয়ে ঠাণ্ডা



  • Nov 17, 2024 09:17 IST
    West Bengal News Live Updates: কোর কমিটিতে 'ক্যাপ্টেন' অনুব্রতই

    মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে জেলার ক্যাপ্টেন হিসেবে রেখেই চলবে সমস্ত কাজ।

    পড়ুন বিস্তারিত- অনুব্রতকেই 'ক্যাপ্টেন' মানলেন কাজল



news in west bengal kolkata tmc
Advertisment