Advertisment

কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা? কোন কোন রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন?

ইয়াস, ফণী, আমফানের স্মৃতি মনে করে আসন্ন ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবের কথা ভেবেই চরম আতঙ্কে মানুষজন।

author-image
IE Bangla Web Desk
New Update
which state would witness cyclone mocha landfall , কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোচা! কোন কোন রাজ্যকে সতর্ক করল মৌসম ভবন?

কবে আছড়ে পড়বে মোচা?

আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মোকা। কিন্তু কোথায়? তা নিয়েই নানা জল্পনা। ইয়াস, ফণী, আমফানের স্মৃতি মনে করে আসন্ন ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবের কথা ভেবেই চরম আতঙ্কে মানুষজন। এসবের মধ্যেই শুক্রবার মৌসম ভবন জানিয়ে দিল কোথায় চোখ রাঙাতে পারে ঘূর্ণিঝড় মোকা। এ জন্য ইতিমধ্যেই চারটি রাজ্যকে সতর্ক করেছে মৌসম ভবন।

Advertisment

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে ক্রমশ শক্রি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। যা নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেবে। মৌসম ভবনের অনুমান, ঘূর্ণিঝড় মোকা বঙ্গোপসাগর উপকূলবর্তী তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও বাংলায় আছড়ে পরতে পারে।

মৌসম ভবন জানাচ্ছে, , চেন্নাই ও সংলগ্ন অংশে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যার প্রভাবে চেন্নাইয়ে প্রবল বৃষ্টি হবে। ফলে দক্ষিণী ওই রাজ্যকে সতর্ক থাকতে বলেছে মৌসম ভবন।

অন্ধ্রপ্রদেশে মোকার আছড়ে পড়ার সম্ভাবনা তামিলনাড়ুর তুলনায় কম। তবে, বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় ওই রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া সতর্ক করা হয়েছে ওড়িশাকেও। এই রাজ্যকে গত চার বছরের চারটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয়েছে। ফলে এই রাজ্যের প্রশাসন সতর্ক। ইতিমধ্যেই বৈঠকও হয়েছে।

তিন রাজ্যের সঙ্গে মোকার জন্য বাংলাকেও সতর্ক করা হয়েছে। আয়লা, আফমান, ইয়াশ, ফণীর তাণ্ডব দেখেছে পশ্চিমবঙ্গ। ফলে ঘূর্ণিঝড়ের বহু দুঃস্মৃতি এখনও টাটকা।

মৌসম ভবনের পূর্বাভাস, ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। ফলে ৭মে একটি নিম্নচাপ তৈরি হবে ওই অঞ্চলে। যা ৮মে গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই গভীর নিম্নচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং উত্তর দিক বরাবর এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তখন সেটির নাম হবে মোকা।

odisha tamil nadu West Bengal cyclone Bay of Bengal West Bengal News Cyclone Mocha
Advertisment