/indian-express-bangla/media/media_files/2025/03/18/y18p2wlbFz7jafxs4ZHD.jpg)
কী এমন বললেন তসলিমা? Photograph: (ফাইল)
Entertainment News Highlights: কাশ্মীরের ভয়ঙ্কর ঘটনায় সারা দেশ আজ শোকে আচ্ছন্ন। যেভাবে নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছে, তারপর আর কেউ প্রশ্নের জায়গা পাচ্ছেন না। মানুষ আজ ভীণষ স্তব্ধ-ভারাক্রান্ত। এবং তাঁর থেকেও বড় কথা, ন এক সুন্দর সবুজ গালিচায় যে নিস্পাপ মানুষের রক্ত লেগে থাকবে সেকথা ভাবতেও পারছেন না কেউ। আর এই নিয়েই সমাজ মাধ্যমে লিখলেন তসলিমা নাসরিন।
ভূস্বর্গ সত্যিই আজ ভয়ঙ্কর। গতকাল কাশ্মীরে যা ঘটেছে এরপর বোধহয় এর থেকে ভাল শব্দ আর হয় না। তারকারা সরব হয়েছেন সেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে। দেখে নিন সারাদিনের সব আপডেট ...
-
Apr 23, 2025 20:40 IST
Entertainment News Live: 'বাঁচতে দিন, দয়া করে এবার আমাদের বাঁচতে দিন', কাতর আর্জি কাশ্মীরের ঘরের ছেলের
সমাজ মাধ্যমের আইকনরা নিজের কাজের মাধ্যমে এখন জনপ্রিয়। তাঁরা নানা ধরণের রিলস বানিয়ে কিংবা কনটেন্ট বানিয়েই সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে ওঠেন। কাশ্মীরের রউফ ঠিক সেরকম এক ব্যক্তি। তিনি সামজ মাধ্যমে কাশ্মীরকে নিয়ে নানা ভিডিও বানান। এবং সেই দৃশ্য মুগ্ধ করে সকলকে। আদতে তিনি কাশ্মীরের বাসিন্দা। এবং এই জায়গার সঙ্গে তাঁর জীবন জড়িয়ে আছে। কাশ্মীরের প্রতি তাঁর আলাদারকমের ভালবাসা থাকলেও আজ জখমি ভূস্বর্গ তাঁকে প্রচণ্ড ব্যাথা দিয়েছে।
-
Apr 23, 2025 19:50 IST
Entertainment Live News: 'নিরীহ 'হিন্দু' নাগরিক, নিরীহ নাগরিক না..', গুলির বদলে কীসের দাবি তারকাদের?
Pahalgam terror attack Kashmir 2025: গতকাল যে ঘৃন্য ঘটনা ঘটেছে কাশ্মীরের পহেলগাঁওতে, তারপর থেকেই নিন্দার ঝড়! একের পর এক দেশের গন্যমান্য ব্যক্তিবর্গ এই নিয়ে নানা মন্তব্য করছেন। রক্তে রাঙা কাশ্মীর। এই ভূস্বর্গ এর আগেও নানা ধরনের লড়াই কিংবা যুদ্ধ দেখেছে। কিন্তু, এহেন পরিস্থিতি যে কী সাংঘাতিক হৃদয় বিদারক, সেই সম্পর্কে আজ সারা দেশ কথা বলছে। বাংলার শিল্পীরাও পিছিয়ে নেই। গতকাল এক ঘৃণ্য ঘটনার পর, আজ সেখানে নানা ধরনের নিরাপত্তা জারি করা হয়েছে। তৎপর হয়েছে ভারতীয় সেনা। কিন্তু, যে ঘটনা ঘটে গিয়েছে, এরপর সাধারণত মানুষের পক্ষে কাশ্মীর ঘুরতে যাওয়ার প্রতি এক ভয় কাজ করবেই। আর এই ঘটনায় টলিপাড়ার কিছু মানুষ সরব হয়েছেন। কী বলছেন তাঁরা?
Pahalgam Terror Attack 2025: 'নিরীহ 'হিন্দু' নাগরিক, নিরীহ নাগরিক ন…
-
Apr 23, 2025 18:51 IST
Entertainment Live News: কাশ্মীর ইস্যু নিয়ে শত্রুদের ঘরে ঢুকেই খতম করল ভারতীয় সেনা
কাশ্মীর আজ শোকে আচ্ছন্ন। তাঁর সঙ্গে সঙ্গে ভারতের প্রায় প্রতিটা মানুষের মুখে আজ একই কথা : ঘুরতে গিয়ে এহেন পরিণতি হবে? পহেলগাঁও যে দৃশ্য দেখিয়ে দিল গোটা দেশকে, তাতে চমকে উঠতে হয়। বলে বলে গুলি চালানো, কাশ্মীরের ( Kashmir Pahalgam Attack 2025 ) বুকে দেখা গেল। লাল লহূতে রেগে উঠল গোটা বাগান। কিন্তু, কাশ্মীর এবং পাকিস্তান জঙ্গিদের শায়েস্তা করার গল্পও কম নেই। বিশেষ করে সিনেমার ক্ষেত্রে। খেয়াল করলে দেখা যাবে, এহেন ছবি অনেক হয়েছে যেখানে ভারতীয় সৈন্য তাঁদের ঘরের ঢুকে মেরেছে এবং শহীদ পর্যন্ত হয়েছে।
Kashmir war Based top 4 Movies: কাশ্মীর ইস্যু নিয়ে শত্রুদের ঘরে ঢুকেই…
-
Apr 23, 2025 18:00 IST
Entertainment Live News: 'কাশ্মীর স্বর্গ না নরক', বিস্ফোরক শাহরুখ থেকে আলিয়া
কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সংঘটিত এই হামলা উভয় রাজনৈতিক নেতা এবং সেলিব্রিটিদের কাছ থেকে নিন্দার ঢেউ ছড়িয়ে দিয়েছে। আলিয়া তার ইনস্টাগ্রামে একই বিষয়ে তার মতামত শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা চোপড়াও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এবং শোক প্রকাশ করেছেন।
Pahalgam Attack on 2025-Bollywood: 'কাশ্মীর স্বর্গ না নরক', বিস্ফোরক শ…
-
Apr 23, 2025 17:10 IST
Entertainment Live News: পহেলগাঁও ঘটনার পর বিস্ফোরক তসলিমা
পড়শি দেশের এই লেখিকা এখন ভারতনিবাসী। তিনি বাংলাদেশ ছেড়েছেন প্রায় অনেকদিন হল। শুধু তাই নয়, নানা দেশের নানা প্রসঙ্গে তিনি নিজের মতামত রাখেন। কালকের ঘটনা দেখার পর যেন আরও নিজেকে ধরে রাখতে পারলেন না। এমনিও বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। কিন্তু, কাশ্মীরে যা ঘটেছে তারপর সেখানের সন্ত্রাস এবং জঙ্গি-হানা নিয়ে আরও জোরাল হচ্ছে পরিস্থিতি। প্রাথমিক সুত্রে খবর, মুলত অ-মুসলিম পর্যটকদের নিশানা করেই গুলি চালানো হয়।
Taslima Nasrin on Pahalgam Attack: 'ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন…
-
Apr 23, 2025 16:36 IST
Entertainment Live News: আমার কাছে এটা পাকিস্তানের বদমাইশি ছাড়া কিছু না... ভাস্বর
এই হামলার আড়ালে কি কোনও কারণ আছে? এতবার সেখানে গিয়েছেন। সেখানকার মানুষদের সঙ্গে তাঁর দারুন যোগাযোগ, তাঁদের জীবনযাত্রা দেখেছেন। ভাস্বর এর কথায়, "ওখানে না অনেককিছু খুব নর্মাল হয়েছে। Inox খুলেছে। ইমরান হাসমির একটা ছবির প্রিমিয়ার হওয়ার কথা আছে। এইগুলো বন্ধ করার জন্যই আমাদের প্রতিবেশী দেশ উঠেপড়ে লেগেছে। তাঁদের ভাবনাটা এই, যে কী করে সব নর্মাল হল?
Bhaswar Chatterjee on Pahalgam Attack: রক্তাক্ত ভূস্বর্গ, 'কাশ্মীরি বন্ধ…
-
Apr 23, 2025 15:37 IST
Entertainment Live News: পহেলগাঁও নিয়ে বড় বার্তা 'জওয়ান' শাহরুখের
কাশ্মীরের ভয়ঙ্কর ঘটনায় সারা দেশ আজ শোকে আচ্ছন্ন। যেভাবে নিরীহ মানুষগুলো প্রাণ হারিয়েছে, তাতে শোকে আছন্ন শাহরুখ খানও। বলছেন, "পহেলগাঁওয়ে বিশ্বাসঘাতকতা এবং অমানবিক হিংসাত্মক কাজের জন্য দুঃখ ও ক্রোধ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভুক্তভোগী পরিবারগুলির জন্য প্রার্থনা করতে পারে। আমার গভীর সমবেদনা। জাতি হিসেবে আমরা যেন ঐক্যবদ্ধ হই, শক্ত হয়ে দাঁড়াই এবং এই জঘন্য কাজের বিরুদ্ধে ন্যায়বিচার পাই।"
-
Apr 23, 2025 14:57 IST
Entertainment News Live: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগাঁওয়ের ঘটনায় তীব্র নিন্দার ঝড়
শুধু রাজনীতিবিদরাই নন, সিনে তারকারাও সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ হামলার নিন্দা করেছেন। অক্ষয় কুমার লিখেছেন, 'পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে আতঙ্কিত। এভাবে নিরীহ মানুষকে মেরে ফেলা নিতান্তই অশুভ। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকি কৌশল লেখেন, 'পহেলগাঁওয়ে চরম অমানবিক সন্ত্রাসী হামলায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের বেদনা কল্পনাও করতে পারছি না। আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। আশা করি এই জঘন্য কাজের পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।"
Pahalgam terror attack 2025: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগা…
-
Apr 23, 2025 13:45 IST
Entertainment News Live: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ২ দিন আগেই কোলের ছেলেকে নিয়ে ঘুরছিলেন তারকা দম্পতি
ছেলে রুহানকে নিয়ে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের অনেক ভক্তই তাঁদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়ার পরে, ভক্তরা তাদের সুরক্ষা সম্পর্কে নানা প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ায়। এই দম্পতি সম্প্রতি পর্যটন গন্তব্য থেকে ছবি পোস্ট করেছিলেন।
Pahalgam terror attack: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ২ দিন আগেই কোলের…