পেশায় চিকিৎসক হিন্দু তরুণীকে কুপিয়ে খুন মুসলিম প্রেমিকের! লাভ জিহাদের অভিযোগে উত্তপ্ত জম্মু-কাশ্মীর। ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করেছে কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে প্রেমিকাকে খুন করার পর নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন প্রেমিক জোহার গানাই। গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পর তিন দিন কেটে গেলেও এখনও অভিযুক্তের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রের খবর ফেসবুকে আত্মহত্যার তথ্য দিয়েছিলেন প্রেমিক। অভিযুক্তের আত্মীয়রা পুলিশকে জানিয়েছে যে জোহর ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে তিনি ব্যক্তিগত সমস্যার কারণে আত্মহত্যা করতে চলেছেন। খবর পেয়ে পুলিশ জম্মুর জানিপুরে জোহরের বাড়িতে যায়। এবং দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে অভিযুক্ত প্রেমিক জম্মুর সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত তরুণী চিকিৎসকের দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সুমেধা গত ৭ মার্চ হোলি উপলক্ষে বাড়িতে আসেন। তিনি তার প্রেমিক জোহরের সঙ্গে দেখা করেন দুজনেই জোহারের বাড়িতে ছিলেন। এরপরই কোন কারণে দুজনের মধ্যে হাতাহাতি ও কথা কাটাকাটি হয় বলেই অভিযোগ, যার পরে অভিযুক্ত জোহর সুমেধাকে ছুরিকাঘাত করে। তবে এই ঘটনা নিয়ে অভিযুক্ত জোহর ও সুমেধার পরিবার কোন মন্তব্য করেনি। সূত্রের খবর, অভিযুক্ত ও সুমেধার মধ্যে ৪ বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল এবং তারা জম্মুর একটি ডেন্টাল কলেজে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) নিয়ে পড়াশুনা শেষ করেন। এরপর সুমেধা জম্মুর অন্যত্র এমডিএস পড়তে যান। অন্যদিকে, পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
এবিষয়ে বক্সী নগরের ডিএসপি বিক্রম সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। এখন কিছুই বলা যাচ্ছে না। ত্রিকোন প্রেমের সম্পর্ক উড়িয়ে দেওয়া দেওয়া যাচ্ছে না। তৃতীয় দিনেও অভিযুক্তের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। মামলার তদন্তে সিট গঠন করা হয়েছে। জোহার বান্ধবী সুমেধাকে খুন করার পর একটি ফেসবুক লাইভ করে। তারপরই পুলিশ এসে মর্মান্তিক ঘটনা দেখে দুজনেই হাসপাতালে ভর্তি করেন। যদিও ওই তরুণীকে বাঁচানো সম্ভব হয়নি।