মণিপুরে হিংসার ভিডিও ও ছবি শেয়ার করা নিষিদ্ধ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই সোজা জেল, এমনই নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। মণিপুর সরকার ইন্টারনেট নিষেধাজ্ঞা আরও ৫ দিন বাড়ানোর নির্দেশ জারি করেছে। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় হিংসা সংক্রান্ত বিষয়বস্তু শেয়ার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের।
গত ৫ মাস ধরে জাতিগত হিংসার আগুনে পুড়ছে মণিপুর। সরকার, যে কোনও পরিস্থিতিতে নতুন করে হিংসার ঘটনা ঠেকাতে সতর্ক। বুধবার রাজ্য সরকার তার নতুন আদেশে স্পষ্ট করেছে যে যারা রাজ্যের যে কোনও স্থানে সোশ্যাল মিডিয়ায় হিংসার ভিডিও বা ছবি শেয়ার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোন বিষয়বস্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ারের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সেই সঙ্গে আরও ৫ দিন মোবাইল ইন্টারনেট পরিষেবার ওপর নিষেধাজ্ঞা জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিন দিন আগে, কুকি-জোমি ব্যক্তিকে পুড়িয়ে মারার ভিডিও সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে ভাইরাল হয়েছিল, তার পরে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার বলেছে এই বিষয়ে তারা একটি মামলা দায়ের করবে এবং যারা হিংসার ছবি এবং ভিডিও প্রচার করবে তাদের বিরুদ্ধে এবার থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতরের মাধ্যমে বুধবার জারি করা এক নির্দেশে বলা হয়েছে রাজ্য সরকার হিংসাত্মক কার্যকলাপের ছবি এবং ভিডিওগুলি "খুব গুরুত্ব সহকারে এবং অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গেই বিবেচনা করে। " এই ধরনের বিষয়বস্তু শেয়ার করার কারণে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
আদেশে বলা হয়েছে যে সরকার রাজ্যে স্বাভাবিকতা আনার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে এই জাতীয় ভিডিও-ছবির প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করলে তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে রাজ্য সরকার। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধানের অধীনে মামলার বিচার করা হবে।
আরও বলা হয়েছে "প্রযুক্তির অপব্যবহার করে হিংসাকে উস্কে দেওয়ার জঘন্য পরিকল্পনার বিরুদ্ধে আইটি আইন এবং আইপিসির বিধানের অধীনে মামলা দায়ের করা হবে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে।"
বুধবার একটি পৃথক আদেশে, রাজ্য সরকার আগামী৫ দিনের জন্য রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। আদেশে বলা হয়েছে, "কিছু অসামাজিক উপাদান হিংসার ছবি, ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণামূলক ভিডিও সম্প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বড় আকারে ব্যবহার করতে পারে রাজ্যে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এমন সম্ভাবনা থাকায় ৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এর আগে গত ৬ অক্টোবর হিংসা বিধ্বস্ত মণিপুরে এক আদেশে বলা হয়, ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে । এখন এই নিষেধাজ্ঞা ১৬ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
৩ মে থেকে সহিংসতা অব্যাহত রয়েছে
মণিপুরে, বিষ্ণুপুর এবং চুরাচাঁদপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কুকি সম্প্রদায়ের আদিবাসী সংহতি মিছিল চলাকালীন হিংসা শুরু হয়েছিল গত ৩রা মে। ৫ মাসের বেশি সময় পার হয়ে গেলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। রাজ্যে হিংসার অন্তত ১৭৫ জনের মৃত্যু হয়েছে, এবং ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।