Advertisment

West bengal news today updates: মিটিং মিছিলে ব্যাহত হতে পারে মহানগরের যান চলাচল

বেলা ১২টায় ময়দান মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল এসএন ব্যানার্জি রোডের কলকাতা পুরসভা অবধি আসবে। ধর্না-বিক্ষোভের জেরে ব্যাহত হতে পারে ধর্মতলা চত্বরের যান চলাচল

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata News Live, Kolkata News Today

মিটিং মিছিলে ব্যাহত হতে পারে যান চলাচল (প্রতীকী ছবি)

West Bengal, Kolkata news today updates: মঙ্গলবার সকাল থেকেই শহরে স্বাভাবিক যান চলাচল। সকালে কোনও মিটিং মিছিল না থাকলেও বেলা ১২টায় ময়দান মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল এসএন ব্যানার্জি রোডের কলকাতা পুরসভা অবধি আসবে। ধর্না-বিক্ষোভের জেরে ব্যাহত হতে পারে ধর্মতলা চত্বরের যান চলাচল, এমনটাই কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর

Advertisment

দৃঢ়চেতা, বিরোধীদের প্রতি কঠোর মনোভাবাপন্ন মমতা চিরকালই লড়াইয়ের মঞ্চে দাপট দেখিয়ে গেছেন। কিন্তু, এহেন মমতাকে হঠাৎ যদি আগামী দিনে কমনীয়, নরম মনোভাবাপন্ন দেখায়, তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ, মমতার এই ‘মেকওভারের’ পিছনে মেঘনাদ রূপে রয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। রাজনৈতিক মহলের মতে, একদা মোদীর জয়ের স্বপ্ন পূরণের নেপথ্য কারিগর প্রশান্ত এবার বঙ্গে ‘ব্র্যান্ড মমতা’র দাপট কায়েম রাখার দায়িত্ব নিয়েছেন। বিস্তারিত পড়ুন- প্রশান্ত স্পর্শে ‘ব্র্যান্ড মমতা’কে স্বমহিমায় ফেরাতে মরিয়া তৃণমূল

বহু বছর ধরে শিলিগুড়ি পুরসভার পৌরকরের ক্ষেত্রে ‘বাকি’র খাতায় নাম তুলেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। দীর্ঘকাল শিলিগুড়িতে অবস্থিত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরগুলির থেকে প্রাপ্য করের পাচ্ছে না শিলিগুড়ি পুরসভা। এ জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে চিঠিচাপাটি পাঠালেও শিলিগুড়ির পুরসভার হাতে এখনও আসেনি কর রাজস্ব। অর্থাভাবে আটকে থাকা শিলিগুড়ি পৌর এলাকার উন্নয়নের কাজের পিছনে এই বকেয়া সরকারি কর একটা বড় কারণ, এমন দাবি করেই এবার দফতরগুলির দোরে দোরে ঢোল বাজিয়ে কর আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন মহানাগরিক অশোক ভট্টাচার্য। বিস্তারিত পড়ুন- ‘কর দেয় না রাজ্য-কেন্দ্র’, ঢোল বাজিয়ে সরকারি ঘুম ভাঙাবেন অশোক ভট্টাচার্য

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেট, Follow the  updates here:














12:46 (IST)06 Aug 19





















এ কী ভাষায় একে অপরকে তোপ দাগলেন বিজেপি-তৃণমূলের নেতারা?

লোকসভা ভোটের পর দূর্গাপুজোকে ঘিরে বিজেপি তৃণমূলের বাগযুদ্ধে সরগরম বঙ্গ রাজনীতি। বাংলায় একটু একটু করে ক্ষমতা বাড়িয়ে বাঙালির সবচেয়ে বড়ো উৎসবে প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণের জন্য মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। এবার বিজেপির এই তাগিদকে ‘জবরদখল’ হিসাবে উল্লেখ করলেন পঞ্চায়েতমন্ত্রী এবং একডালিয়া এভারগ্রিন পুজো কমিটির প্রধান সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর কথায়, পুরসভা এবং গ্রাম পঞ্চায়েত দখলের মতোই ‘গায়ের জোরে এবার পুজো দখল’ করতে চাইছে বিজেপি। অন্যদিকে, বিজেপির তরফে বলা হয়েছে তাঁদের পুজো কমিটিতে অংশ নেওয়ার ক্ষেত্রে বারংবার বাধা দিচ্ছে তৃণমূলের নেতারাই। সবিস্তারে পড়ুন- পুজো ঘিরে ঘাস-পদ্ম দড়ি টানাটানি, বিজেপিকে ‘অশুভ শক্তি’ বলায় ‘বৃদ্ধ’ সুব্রতকে আক্রমণ সায়ন্তনের

11:52 (IST)06 Aug 19





















West bengal news: বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

কথা রাখল বৃষ্টি। সকাল থেকেই আকাশের মুখভার। দিনের বেলাতেই জ্বালতে হল আলো। বৃষ্টি দিয়েই সকাল শুরু হল কলকাতার। আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত ও উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দু’দিন শহরে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার সকালেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়ুন- আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

10:40 (IST)06 Aug 19





















West bengal news: ৩৭০ ধারা রদ নিয়ে পুলিশ বিজেপি তরজা

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের ঐতিহাসিক সিদ্ধান্তের সমর্থনে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির মিছিল আটকায় দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করেই বাদানুবাদে জড়ায় দু-পক্ষ। এরপরই অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি মোকাবিলা করতে কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশের ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। বিস্তারিত পড়ুন- ৩৭০ ধারা নিয়ে দুর্গাপুরে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার

09:25 (IST)06 Aug 19





















Kolkata news: বেশ কিছু স্কুলের সামনেও ধীর গতিতে চলবে গাড়ি

কলকাতার বেশ কয়েকটি স্কুল শুরুর সময় এবং ছুটির সময়ে স্কুল লাগোয়া রাস্তাগুলিতে ধীর গতিতে চলবে গাড়ি।

09:02 (IST)06 Aug 19





















Kolkata news: শহরে আজ কোথায় কোথায় যান চলাচল ব্যাহত হতে পারে?

West Bengal news today updates: যোগাযোগ ব্যবস্থার করুণ পরিস্থিতির শিকার কাঁকসার বিধবিহার গ্রামের মানুষ। প্রায় ১০ কিমি ধূলিধূসর রাস্তা আরও জরাজীর্ণ হয়ে পড়ে বর্ষার সময়। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের অন্যান্য পথ পিচ বাঁধানো হলেও, এই রাস্তাটির আর কোনও উন্নয়ন করা হয়নি পঞ্চায়েতের তরফে। আন্দাজ ১০ থেকে ১২টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তার এহেন অবস্থায় নিত্যকার দুর্ভোগ পোহান গ্রামবাসীরা। এমনকি রাস্তার জরাজীর্ণ অবস্থার দরুন গ্রামের স্কুল পড়ুয়াদেরও ঘুরপথে স্কুলে পৌঁছতে হয়। সবিস্তারে পড়ুন- বেহাল রাস্তা, বন্ধের মুখে উচ্চ মাধ্যমিক স্কুল

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট সংলগ্ন জমি দীর্ঘদিন ধরে জবরদখল করা হচ্ছে। একের পর এক দোকান গড়ে উঠেছে বিশ্বভারতীর দোরগোড়ায়। সোমবার এই জবরদখলের অভিযোগ সামনে রেখেই প্রতিবাদে সরব হলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও অধ্যক্ষরা। এদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘণ্টার প্রতীকী অনশনে বসেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ অধ্যাপকরা। সবিস্তারে পড়ুন- লাগাতার ‘জবরদখল’ বিশ্বভারতীর জমি, অনশনে উপাচার্য সহ অধ্যাপকরা

Mamata Banerjee kolkata kolkata traffic police West Bengal Weather Report
Advertisment