/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Untitled-design-2021-11-25T175939.937.jpg)
কলকাতা পুরনিগম। ফাইল ছবি
প্রধান সেবক হওয়ার সংকল্প নিয়েছেন মেয়র সহ কলকাতা পুরনিগমের ১২ জন মেয়র পারিষদ। এরপরই নিজের ঘরে যান ফিরহাদ হাকিম। সেখানে গিয়েই ১২ জন মেয়র পারিষদের দফতর বণ্টন করেন তিনি। পুরনো চার মেয়র পরিষদ সদস্যর বদলে এবার কলকাতা নিগমের এমআইসি-তে চার নতুন মুখ। পুরনোদের আগের দফতরের দায়িত্বই রাখা হয়েছে।
একনজরে কলকাতা পুরনিগমের কোন মেয়র পারিষদের হাতে কি দফতর-
- অতীন ঘোষ - স্বাস্থ্য, কর, মূল্যায়ণ
- দেবব্রত মজুমদার - জঞ্জাল ব্যাবস্থাপনা
- দেবাশীষ কুমার - পার্কিং ও উদ্যায়
- স্বপন সমাদ্দার - বস্তি উন্নয়ন
- সন্দীপ রঞ্জন বক্সী - আলো
- জীবন সাহা - তথ্য জনসংযোগ
- রাম পেয়ারী রাম - ১০০দিনের প্রকল্প
- তারক সিং - নিকাশী
- বৈশ্বানর চট্টোপাধ্যায় - আইন ও আবাসন
- অভিজিৎ মুখার্জী - রাস্তা
- মিতালী বন্দোপাধ্যায় - সামাজিক দায়বদ্ধতা ও মহিলা সুরক্ষা
- সন্দীপন সাহা - শিক্ষা, তথ্যপ্রযুক্ততি
দ্বিতীয় দফার মেয়াদে প্রথম দিন কাজে যোগ দিয়েই কলকাতাকে মুখ্যমন্ত্রীর প্রত্যাশা মতো গড়ে তুলবেন বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। জমা জল গত কয়েক বছরে তিলোত্তমার অন্যতম সমস্য। এই সমস্যা সমাধানে কলকাতাজুড়ে ২০০টি পাম্পিং স্টেশন গড়ে তোলার ঘোষণা করেছেন মেয়র। জানিয়েছেন, শহরের যে ৬টি জায়গায় প্রবল জল জমে সেখানে পাম্পিং স্টেশন হবে। দূষণ রোধ ও হকার নিয়ন্ত্রণে পুরনিগম নীতি প্রণয়ন করবে। অ্যাপের মাধ্যমে পার্কিং ব্যবস্থা চালু হবে। ৩০০ বছরের বেশি পুরনো শহর কলকাতা। এই শহরেরই রয়েছে ঐতিহ্যবাহী বহু বাড়ি। এগুলির বেশিরভাগই সংস্কারের অভাবে জীর্ণ, ভেঙে পড়ছে। কলকাতার ঐতিহ্যবাহী ভবন ও বাড়িগুলি সংরক্ষণে এবার পুরনিগম উদ্যোগী হবে, প্রয়োজনে তহবিল গড়া হবে বলেও ঘোষণা করেছেন মেয়র। কেবলের তার এখন থেকে আর বিক্ষিপ্তভাবে এদিন-ওদিক দিয়ে নয়, সেগুলি কেবল ট্রে বা চ্যানেলের মাধ্যমে নিয়ে যেতে হবে।
এছাড়াও জল সরবরাহ, বাড়ির মিউটেশন, বার্থ সার্টিফিকেট মিলবে অ্যাপের মাধ্যমে। পুরপরিষেবা সংক্রান্ত যাবতীয় সমস্যা এবার হোয়াটস্যাপেই এবার কর্তৃপক্ষকে জানানো যাবে। আগামিতে হোয়াটঅ্যাপ নম্বর দিয়ে দেবে পুরনিগম।
মেয়রের কথায়, এবার থেকে ৬ মাস অন্তর পুরসভার কাজের রিপোর্ট কার্ড বা কাজের খতিয়ান পেশ করা হবে পুরনিগমের কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন-‘কলকাতার প্রধান সেবক হতে চাই’, মেয়র পথে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম