সঞ্জয় রাউতের ব্যানারে থুতু ফেলে শিণ্ডে গোষ্ঠীর মিছিল! শিবসেনার মহিলা কর্মীরা এসেছিলেন চপ্পল নিয়ে
ঠাকরে গ্রুপের মুখপাত্র সঞ্জয় রাউত গতকাল (২ জুন) ক্যামেরায় থুথু ফেলেন যখন তিনি এমপি ডঃ শ্রীকান্ত শিন্ডে সম্পর্কে একটি প্রশ্ন করেছিলেন। এর পরে এখন শিন্দে গোষ্ঠী বনাম ঠাকরে গোষ্ঠীর বিতর্ক আবার তুঙ্গে উঠেছে।
1/9
"সঞ্জয় রাউত বা কারও সংযম বজায় রাখা উচিত" বলে মন্তব্য করে অজিত পাওয়ারও বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন।
2/9
আজ অজিত পাওয়ারকে আক্রমণ করে, রাউত একটি ভোঁতা জবাব দিয়েছিলেন যে "বাঁধে থুথু ফেলার চেয়ে থুথু ভাল"।
3/9
এখন এই সমস্ত বিতর্কের মধ্যেই পুনের গুডলাক চকে একটি জোরালো মিছিল করেছে শিন্দে গোষ্ঠীর কর্মীরা।
4/9
শিন্দে গোষ্ঠীর কর্মীরা হাতে সঞ্জয় রাউতের ব্যানার নিয়ে চত্বরে নেমেছিল। এবার সেই ছবির উপরে সঞ্জয় রাউতের ছবি বসানো হল।
5/9
কর্মীরা কালো আঠালো টেপ দিয়ে সঞ্জয় রাউতের মুখে 'এক্স' লেখা কিছু ব্যানার ধরেছিলেন।
6/9
গাধা এবং রেডয়ার ছবি নিয়ে সঞ্জয় রাউতের মুখে থুথু ফেলেন শিন্দে গোষ্ঠীর কর্মীরা।
7/9
কিছু ব্যানারের গায়ে লেখা ছিল 'সঞ্জয় গাঁজার ধোঁয়া', 'ধিকর এসো'।
8/9
মিছিলে অংশ নেওয়া মহিলা কর্মীরা সঞ্জয় রাউতের ছবিতে চড় মারেন।