অপমানিত। চরম অপমানিত হতে হল লিওনেল আন্দ্রেস মেসিকে। হাতি আসলে কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। সেই কাণ্ডই হল সৌদি আরব ম্যাচের পর। সৌদি কাছে অপ্রত্যাশিত হেরে যাওয়ার পর আরবের সমর্থকরা এবার ব্যঙ্গ করলেন খোদ মেসিকে। তাও আবার চিরপ্রতিদ্বন্দি রোনাল্ডোর সেলিব্রেশন নকল করে।
বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির মধ্যে ফিফার ক্রমতালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে (৫৩) রয়েছে সৌদি আরব। বিশ্বকাপেই এর আগে ০-৮, ০-৫ পরাজয়ের নজির রয়েছে সৌদির। এবার অবশ্য সমস্ত লজ্জার ইতিহাসের শাপমোচন করলেন আরব তারকারা। আর্জেন্টিনার মত হেভিওয়েট দলকে ২-১ এ হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটন ঘটিয়ে গেলেন তাঁরা।
আরও পড়ুন: গ্রুপ থেকেই কি বিদায় আর্জেন্টিনার, এখনও যে তিন অঙ্কে শেষ ১৬-য় পৌঁছতে পারে মেসিরা, জানুন
আর ব্যাপক অঘটনের পর সৌদি সমর্থকরা লুসেইল স্টেডিয়ামে রোনাল্ডোর সিউ সেলিব্রেশনে মাতলেন। রোনাল্ডোর সেলিব্রেশনের ট্রেডমার্ক ভঙ্গি এই সিউ স্টাইল। বাতাসে লাফ দিয়ে তারপরে দু-হাত প্রসারিত করে মাটিতে ল্যান্ড করার সময় 'সিউ' বলে ওঠা- বারবার সবুজ মাঠে সিআরসেভেন অভিনব এই সেলিব্রেশনে মেতে ওঠেন প্রতিপক্ষের জালে বল জড়িয়ে। পর্তুগিজে 'সিউ' শব্দের অর্থ 'ইয়েস'। ২০১৪-য় ব্যালন ডি'অরের মঞ্চে মেসিকে হারিয়ে ট্রফি জেতার পর সকলের সামনেই স্টেজে 'সিউ' বলে চিৎকার করে উঠেছিলেন।
যাইহোক, বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা অঘটন হিসাবে সৌদির আর্জেন্টিনা-বধ জায়গা করে নিল। ১৯৯০-এ দিয়েগো আর্মান্দো মারাদোনার আর্জেন্টিনাকে হারিয়েছিল ক্যামেরুন। ২০০২-এ সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে প্ৰথম ম্যাচেই হারিয়ে দিয়েছিল সেনেগাল। ১৯৫০-এ ইংল্যান্ডকে আবার হারিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: কাতারে প্ৰথম অঘটন! ৩৬ ম্যাচের অপরাজিত আর্জেন্টিনাকে মাটিতে মিশিয়ে হারাল সৌদি আরব
মঙ্গলবার আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত হয়ে গেল মাত্র ৫ মিনিটের ব্যবধানে। বিরতির পর কোনাকুনি শটে গোল করে প্ৰথমে সমতা ফেরান সালেহ আল সেহরি। ঠিক ৫ মিনিট পরেই সৌদির হয়ে দ্বিতীয় গোল করে যান সালেম আল দাসেরি। এর আগে সৌদির বিশ্বকাপে সবথেকে বড় জয় ছিল ১৯৯৪-এ। বেলজিয়ামকে সেবার তাঁরা ১-০ গোলে হারিয়েছিল। আর্জেন্টিনা বিজয় সৌদির ফুটবল ইতিহাসে সর্ববৃহৎ সাফল্য।
মেসি এবারই শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন। ফাইনাল হুইশল বাজার পর নিজের চোখকেই যেন তিনি বিশ্বাস করতে পারলেন না। তাঁকে ব্যঙ্গ বিদ্রূপে ভরিয়ে দিলেন সৌদির সমর্থকরা।