/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/india-cricket-team-759.jpg)
আগামী ১৫ তারিখ ঘোষণা হতে চলেছে সম্ভাব্য ১৫-সদস্যের ভারতীয় দল
আসন্ন বিশ্বকাপের জন্য সেরা ভারতীয় দল নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে বিসিসিআইয়ের অন্দরমহলে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথম বিশ্বকাপে জয়ের গৌরব অর্জনের পর ভারতকে দ্বিতীয় শিরোপা জয়ের জন্য ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল তৃতীয়বারের জন্য ওয়ার্ল্ড কাপ তুলে ধরবে, এই স্বপ্নেই বুক বাঁধছে গোটা দেশ।
আইসিসির নিয়মানুযায়ী ২৩ এপ্রিলের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণকারী সমস্ত দেশকে তাদের সম্ভাব্য ১৫ জনের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা সংশোধন করার শেষ সময়সীমা ২৩ এপ্রিল ২০১৯। আগামি মঙ্গলবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নাম ঘোষনা করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এখনও পর্যন্ত যে যে দেশ নামের তালিকা প্রকাশ করতে চলেছে:
নিউজিল্যান্ড - তালিকা প্রকাশিত
ভারত - ১৫ এপ্রিল
অস্ট্রেলিয়া - ১৫ এপ্রিল
ইংল্যান্ড - ১৭ এপ্রিল
দক্ষিণ আফ্রিকা - ১৮ এপ্রিল
পাকিস্তান - ১৮ এপ্রিল
বাংলাদেশ - ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল
আফগানিস্তান - তারিখ অপ্রকাশিত (তবে ২২ জনের একটি প্রাথমিক দল ঘোষিত হয়েছে)
শ্রীলঙ্কা - তারিখ জানা নেই
ওয়েস্ট ইন্ডিজ - তারিখ জানা নেই
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ শুরু হবে ৩০ মে ২০১৯, অনুষ্ঠিত হতে চলেছে ইংল্যান্ডে। প্রথম ম্যাচটি খেলা হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। ফাইনাল হবে ১৪ জুলাই।
আরও পড়ুন:মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্ক, ধোনিকে শাস্তি দিল বোর্ড
কী ফরম্যাটে খেলা হবে?
এই বিশ্বকাপে অংশ নিতে চলছে ১০টি দেশ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। প্রতি বছরের মতো 'রাউন্ড রবিন ফরম্যাট'-এ খেলা হবে। মোট ৪৫টি ম্যাচ খেলা হবে এবং অংশগ্রহণকারী প্রতিটি টিম একে ওপরের বিপক্ষে খেলবে। তার মধ্যে থেকে সেরা চারটি টিম সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে ভারত।
বিশ্বকাপে ভারতের অবশিষ্ট ম্যাচের সময়সূচী:
৯ জুন - ভারত বনাম অস্ট্রেলিয়া
১৩ জুন - ভারত বনাম নিউজিল্যান্ড
১৬ জুন - ভারত বনাম পাকিস্তান
২২ জুন - ভারত বনাম আফগানিস্তান
২৭ জুন - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ
৩০ জুন - ভারত বনাম ইংল্যান্ড
২ জুলাই - ভারত বনাম বাংলাদেশ
৬ জুলাই - ভারত বনাম শ্রীলঙ্কা
সবকটি খেলা দেখা যাবে ভারতীয় সময় দুপুর তিনটে থেকে।
স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবারের ক্রিকেট বিশ্বকাপের অফিশিয়াল ব্রডকাস্টার। এছাড়াও হটস্টার অ্যাপের মাধ্যমে প্রতিটি খেলার লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।
বিশ্বকাপের সমস্ত খেলার লাইভ স্কোর, আপডেটস এবং কমেন্টারি জানতে দেখুন bengali.indianexpress.com
Read the full story in English