Advertisment

পাকিস্তানের বিপক্ষে কোহলিদের গায়ে কি গেরুয়া জার্সি! নীল-রঙের কী হবে, জানাল BCCI

ভারতের জার্সি নিয়ে উত্তাল বিশ্বকাপ

author-image
IE Bangla Sports Desk
New Update
india-jersey

ভারতের জার্সি নিয়ে নতুন প্রচার নস্যাৎ করল বিসিসিআই (টুইটার)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর আফগানিস্তান। তারপরেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টিম ইন্ডিয়া মহাযুদ্ধে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। জল্পনা চলছিল সেই ম্যাচে হয়ত ভারত কমলা জার্সিতে খেলতে নামতে পারে। এক প্রতিবেদনে বলা হয়েছিল, পরিবর্ত কিট হিসাবে ভারত কমলা জার্সিতে নামবে ১৪ অক্টোবর। সেই জার্সি পরে নিলামে চড়ানো হবে। সংগৃহীত অর্থ দেওয়া হবে ইউনেস্কোর তহবিলে। সেই জল্পনা উড়িয়ে দেওয়া হল বোর্ডের পক্ষ থেকে।

Advertisment

বোর্ডের কোষাধ্যক্ষ আশিস সেলার জানিয়ে দিলেন, এরকম কোনও প্ল্যানিংই নেই বোর্ডের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে নীল জার্সিতে খেলছেন কোহলিরা, সেই জার্সিতেই নামবেন টিম ইন্ডিয়ার তারকারা। সেলার জানিয়েছেন, "প্রতিবেদনে বলা হয়েছে আমরা নাকি পরিবর্ত জার্সিতে পাকিস্তান ম্যাচে খেলতে নামব। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই প্রতিবেদনের কোনও ভিত্তিই নেই। কল্পনাপ্রসূত। টিম ইন্ডিয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের রং- নীল জার্সিতেই নামবে।"

ভারত অনুশীলনের কিট হিসাবে বেছে নিয়েছে কমলা জার্সিকে। যার সঙ্গে অনেকটা নেদারল্যান্ডসের কমলা জার্সির সঙ্গে মিল রয়েছে। তারপরেই চালু হয়েছিল জল্পনা। বলা হয়েছিল ম্যাচ কিট হিসেবেও এই রংয়ের জার্সিতে দেখা যেতে পারে কোহলিদের। তবে অন্য রংয়ের জার্সি পরতে চাইলে তাতে আইসিসির অনুমোদন প্রয়োজন।প্রতিপক্ষ দলের জার্সির সঙ্গে রঙের মিল থাকলে পরিবর্ত জার্সিতে খেলতে পারে কোনও দল।

২০১৯-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হোম-এওয়ে জার্সির ভাবনা চালু হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, জার্সির রং-এ সংঘাত ঘটলে দ্বিতীয় দল পরিবর্ত রঙের জার্সি পরতে পারে। যেমন দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দুই দলেরই জার্সির রং সবুজ হওয়ায় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হলুদ জার্সি পরতে বাধ্য হয়েছিল। এমনকি ভারত-ও গেরুয়া রংয়ের জার্সিতে খেলেছিল নীল জার্সির ইংল্যান্ডের বিপক্ষে।

ICC pakistan BCCI Cricket World Cup ICC Cricket World Cup Pakistan Cricket Indian Cricket Team Indian Team
Advertisment