Advertisment

ধোনির একটা ফোনে জীবন বদলে যায় ব্র্যাভোর! CSK চ্যাম্পিয়ন হতেই আসল কাহিনী ফাঁস

ধোনির ফোন এসেছিল ব্র্যাভোর কাছে

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

গত বছর ডিসেম্বরে আইপিএল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন ডোয়েন ব্র্যাভো। তারপরেই ধোনি এবং সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং ফোন করেন ক্যারিবীয় তারকাকে। দুজনে তারকা অলরাউন্ডারকে বুঝিয়ে সুঝিয়ে সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্ত করতে রাজি করেন। এমনটাই সম্প্রতি জানিয়েছেন ব্র্যাভো। ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, ধোনি-ফ্লেমিংয়ের কথাতেই তিনি সিএসকের বোলিং কোচ হতে রাজি হয়ে যান।

Advertisment

ইন্সটা-পোস্টে ব্র্যাভো লিখেছেন, "কোন জায়গা থেকে শুরু করব? এক বছর আগে সিএসকে থেকে অবসর ঘোষণা করে বিষাদে ডুবে গিয়েছিলাম। তবে সফল এক আইপিএল কেরিয়ারের আনন্দও গ্রাস করেছিল। আর অবসরের সিদ্ধান্তের পরেই ধোনি এবং স্টিফেন ফ্লেমিংয়ের কাছ থেকে ফোন পাই। ওঁরাই আমাকে সাপোর্ট স্টাফে যোগ দিতে রাজি করান।"

নিজের পোস্টে তিনি আরও লিখেছেন, "ধোনি-ফ্লেমিংয়ের কাছ থেকে অফার পেয়ে ঠিক করে নিই, আমার কেরিয়ারের পরবর্তী গতিপথ কী হবে! বরাবরই আমার ভাবনা ছিল ঈশ্বরের দয়ায় ক্রিকেটার হিসেবে যা শিখেছি, তা অন্যদের সঙ্গেও ভাগ করে নিতে পারি। আইপিএলে সেরা দলের কোচ হতে পারাটা ভাগ্যের বিষয়।"

গত বছর ব্র্যাভো অবসরের সিদ্ধান্ত নেওয়ার পরেই সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে বালাজিকে সরিয়ে বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয় ব্র্যাভোকে। ২০১১ থেকে সিএসকের জার্সিতে খেলেছেন ক্যারিবীয় তারকা। ১৬১ আইপিএল ম্যাচে তাঁর নামের পাশে ২২.৬১ গড়ে ১৫৬০ রান। সেইসঙ্গে ১৮৩টি আইপিএল উইকেটও শিকার করেছেন তিনি। ক্রিকেটার হিসেবে তিনবার আইপিএল জয়ী সিএসকে দলের সদস্য ছিলেন। এবার জিতলেন কোচ হিসেবে।

Read the full article in HINDI

Chennai Super Kings CSK MS DHONI DJ BRAVO Mahendra Sing Dhoni Dwayne Bravo IPL
Advertisment