Advertisment

Sanju Samson

সঞ্জু বিশ্বনাথ স্যামসন একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। তাঁর জন্ম হয়েছিল ১৯৯৪ সালের ১১ নভেম্বর। কেরলের এই খেলোয়াড় আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন। ডানহাতি উইকেট-রক্ষক ব্যাটসম্যান সঞ্জু ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক ছিলেন। ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০-তে তাঁর অভিষেক হয়। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ক্রিকেটে তাঁর অভিষেক হয়। সঞ্জু দিল্লিতে তাঁর ক্রিকেট কেরিয়ার শুরু করেন। পরে কেরলে চলে আসেন। জুনিয়র ক্রিকেটে দারুণ খেলার পর, ২০১১ সালে কেরলের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ২০১৩ সালে অভিষেক হয় তাঁর। বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন। ২০১৯-২০ সালে বিজয় হাজারে ট্রফিতে অপরাজিত ২১২ রান করেন। ভারতীয় এ শ্রেণির ক্রিকেটে দ্বিশতক করা ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় ঢুকিয়ে নেন। শুধু তাই নয়, ভারতীয় এ শ্রেণির ক্রিকেটে এটাই ছিল দ্বিতীয় দ্রুততম দ্বিশতক। ২১ ডিসেম্বর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে সঞ্জু তাঁর অভিষেক সেঞ্চুরি করেন।
Advertisment