BSF-BGB Meeting: বাংলাদেশে অস্থিরতার মধ্যেই বেনাপোলে BSF-BGB বৈঠক, কী কথা হল দুই সীমান্তরক্ষী বাহিনীর?

BSF-BGB Meeting in Benapole Border: এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।

BSF-BGB Meeting in Benapole Border: এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
BSF-BGB Meeting: আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর

BSF-BGB Meeting: আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ছবি- গৌতম মণ্ডল

BSF-BGB Meeting in Benapole Border: ভারত-বাংলাদেশের সাম্প্রতিক পক্ষাপটে দাঁড়িয়ে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠক হল। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সীমান্তের বেনাপোলে এই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর প্রতাপ সিং পাওয়ার-সহ একাধিক আধিকারিকেরা। বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র উচ্চপদস্থ আধিকারিকেরা। আইজি পর্যায়ের এই বৈঠকে সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।  

Advertisment

গত বছর ৫ আগস্ট বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে সেদেশের ভেতর থেকে ভারত বিদ্বেষী স্লোগান উঠছে। মালদা সীমান্তে ভারতীয় ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। সীমান্ত নিয়ে মনগড়া মন্তব্য করছেন বিজিবি-র আধিকারিকরা। 

এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বৃহস্পতিবারের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। সকাল থেকে পেট্রাপোল বন্দরে বাড়তি সতর্কতা ছিল।  এদিন সকাল ১১টা নাগাদ পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে যান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি এবং বিএসএফ-র অন্যান্য আধিকারিকারা। বেনাপোল সীমান্তে বৈঠক শেষে দুপুর দুটো নাগাদ ফিরে আসেন তাঁরা।

Advertisment

আরও পড়ুন ঘন কুয়াশার সুযোগে বাংলাদেশী অনুপ্রবেশ? রাজ্যের কাঁটাতারহীন এই সীমান্তে উদ্বেগ চরমে!

পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি মনিন্দর প্রতাপ সিং পাওয়ার জানিয়েছেন, "বিজিবি-র পক্ষ থেকে আইজি পর্যায়ে এই বৈঠক ডাকা হয়েছিল। সেখানে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।" 

সীমান্তে কাঁটাতার নিয়ে বিএসএফ এবং বিজিবি-র মধ্যে মতবিরোধ এবং উত্তর ২৪ পরগণার রনঘাট সীমান্তের কোদালি নদীর জমি দখল নিয়ে বিজিবি-র আধিকারিকের করা মন্তব্য নিয়ে আইজি-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সীমান্তের কোথাও কোনও অসুবিধা নেই। বিএসএফ খুব সুন্দর ভাবে সীমান্তে কাজ করছে।"

Bangladesh BSF Bangladesh Violence India-Bangladesh Border petrapole Bangladesh Crisis