CM Mamata Banerjee At Chalsa: বুধবার দুপুরে চালসায় চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনসংযোগের কাজ সারেন তৃণমূল সুপ্রিমো। কথা বলের চালসার চা শ্রমিকদের সঙ্গে।
Mamata Banerjee Assured Chalsa Tea Workers: প্রাকৃতিক দুর্যোগের পর তদারকির জন্য জলপাইগুড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার দুপুরে চালসায় চা বাগানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জনসংযোগের কাজ সারেন তৃণমূল সুপ্রিমো। কথা বলের চালসার চা শ্রমিকদের সঙ্গে। সেখানেই চা শ্রমিকদের উদ্দেশে বড় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
Advertisment
জনসংযোগের মাঝেই এ দিন মুখ্যমন্ত্রী জানান, চালসার ওই এলাকায় প্রায় ১০ লাখ চা শ্রমিক আছেন। কোনও সংস্থার নয়, এঁরা ছোট ছোট করে প্রায় ৫ বিঘা জমি নিয়ে চা চাষ করেন। তারপর পাতা চা প্রস্তুতকারক কারখানাগুলিতে বিক্রি করে দেন। সেই রোজগারেই তাঁদের সংসার চলত।
কিন্তু সমস্যার শুরু ২০১৫ সাল থেকে। মুখ্যমন্ত্রীর কথায়, হঠাৎ করে বেকার হয়ে পড়েছিলেন চালসার এইসব চা শ্রমিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, '২০১৫ সালে একটি নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকারের টি বোর্ড। সেখানে বলা হয়েছিল, এখানে কিছু পোকামাকড় রয়েছে, যার জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। পরে আমরা খবর নিয়ে জানতে পারি, এদের কোনও সময় দেওয়া হয়নি। কী পোকা, সেটাও বিস্তারিত জানানো হয়নি।'
কেন বিস্তারিত কিছু বলা হল না? কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। বলেন, 'এদের জানতেই দেওয়া হয়নি, আসলে কী ঘটনা। এর ফলে ১০ লাখ চা শ্রমিকের সবটাই বন্ধ হয়ে গিয়েছে এবং তাঁরা বেকার হয়ে গিয়েছে।'
মুখ্যমন্ত্রী এদিন তচালসার সেইসব প্রায় বেকার চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শোনেন তাঁদের সমস্যার কথা। আপাতত কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। পাশাপাশি আশ্বাস দিয়ে বলেন, 'কেন এই সমস্যা হচ্ছে, সেই বিষয়ে আমরা ভোটের পর বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে রিসার্চ করে দেখব।'