Advertisment

পদার্থবিদ্য়ায় নোবেল জয় ৩ বিজ্ঞানীর

এ বছর পদার্থবিদ্য়ায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Nobel Prize

ছবি: টুইটার।

পদার্থবিদ্য়ায় নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেল। এ বছর পদার্থবিদ্য়ায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ। ব্ল্য়াক হোল সংক্রান্ত গবেষণার জন্য় নোবেল পেয়েছেন রজার। অন্য়দিকে, ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অতিকায় বস্তুর আবিষ্কারের জন্য় স্বীকৃতি পেলেন রেইনহার্ড গেঞ্জেল ও আন্দ্রে গেজ।

Advertisment

নোবেল সম্মানের একটা অংশ পাচ্ছেন ব্রিটেনের রজার পেনরোজ ও অপর অংশটি যৌথভাবে পাচ্ছেন জার্মানির  রেইনহার্ড গেঞ্জেল ও আমেরিকার আন্দ্রে গেজ।

আরও পড়ুন: চিকিৎসায় নোবেল ৩ বিজ্ঞানীর, সৌজন্য়ে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার

নোবেল প্রাপ্তি প্রসঙ্গে নিউইয়র্কের আন্দ্রে গেজ এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ''আশা করব, পদার্থবিদ্য়ায় তরুণ প্রজন্মের মেয়েদের উদ্বুদ্ধ করতে পারব আমি। এটা এমনই একটা ক্ষেত্রে, যেখানে অনেক আনন্দ রয়েছে। যদি আপনি বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত হন, তাহলে অনেক কিছু করতে পারবেন''।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment