Advertisment

'যে স্কুলে কেসিআর পড়েছেন, তা কংগ্রেসের তৈরি', প্রচারে ঝড় তুলে সরকার গড়ার গ্যারান্টি রাহুলের

কৃষি ঋণ মকুব থেকে সংরক্ষণ, কংগ্রেসের বড় গ্যারান্টি

author-image
IE Bangla Web Desk
New Update
কেসিআর, রাহুল গান্ধী, তেলেঙ্গানা নির্বাচন 2023, রাহুল গান্ধী বক্তৃতা, রাহুল গান্ধী কেসিআরের উপর, রাহুল গান্ধী নিউজ, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীর উপর, রাহুল গান্ধী, কেসিআর, তেলেঙ্গানা নির্বাচন 2023, রাহুল গান্ধী, কেসিআর, কেসিআর নিউজ, রাহুল গান্ধী বক্তৃতা , তেলেঙ্গানা নির্বাচন বিধানসভা নির্বাচন 2023"KCR, RAHUL GANDHI, Telangana Election 2023, Rahul Gandhi Speech, Rahul Gandhi On KCR , RAHUL GANDHI News, RAHUL GANDHI On PM Modi s,

প্রচারে ঝড় তুলে সরকার গড়ার গ্যারান্টি রাহুলের

'যে স্কুলে কেসিআর পড়েছেন, তা কংগ্রেসের তৈরি’। এভাবেই নির্বাচনী প্রচারে কেসিআরকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারে ঝড় তুলতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। শুক্রবার (১৭ নভেম্বর) তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (কেসিআর) আক্রমণ করে রাহুল বলেন, তাঁর আমলে রাজ্যে কোন উন্নয়ন হয়নি। এমনকি কেসিআর যে স্কুলে পড়াশুনা করেছেন তাও কংগ্রেস তৈরি করেছে।  

Advertisment

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে বলেছেন, "কেসিআর প্রশ্ন তুলেছেন কংগ্রেস গত ৬০ বছরে কী করেছে। এর একটা উদাহরণ, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন, কংগ্রেসই সেই স্কুল তৈরি করেছে’।

রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে এসে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য  তেলেঙ্গানায় ‘জনতার সরকার’ গঠন করা। তার পরে আমরা  দিল্লিতে প্রধানমন্ত্রী মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করব’। তিনি কেসিআরকে আক্রমণ করে আরও বলেন,  ‘তিনি এক পরিবারের রাজত্ব চান, কিন্তু আমরা পিছিয়ে পড়া, উপজাতি ও দলিতদের রাজত্ব চাই। এই কারণে আমরা রাজ্যে ক্ষমতায় এলে সংরক্ষণ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করব’।

কী বললেন কেসিআর?

ভারত রাষ্ট্র সমিতির প্রধান কেসিআর বৃহস্পতিবার কংগ্রেসকে আক্রমণ করে বলেছিলেন যে তার সরকার রাজ্যে  যখন সরকার গঠন করে  তখন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। তিনি আরও বলেন, বিজেপি ও কংগ্রেস একই কয়েনের দুই পিঠ। বৃহস্পতিবার কেসিআর কন্যা কবিতাও কংগ্রেসকে আক্রমণ করে বলেন, গিরগিটির চেয়েও বেশি রঙ বদলায় এই দল। তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ফলাফল প্রকাশ হবে ৩ ডিসেম্বর।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভবিষ্যদ্বাণী করেছেন যে তেলেঙ্গানায়  ঝড় উঠেছে এবং ক্ষমতাসীন ভারত রাষ্ট্র সমিতি আসন্ন নির্বাচনে সেই ঝড়ে হারিয়ে যাবে। রাহুল উল্লেখ করেছেন যে কংগ্রেসের লক্ষ্য হল তেলেঙ্গানায় জনগণের সরকার গঠন করা এবং তারপরে কেন্দ্রে মোদী সরকারকে অপসারণ করা। তরুণদের সমর্থনে কংগ্রেস তেলেঙ্গানার উন্নয়ন করবে বলে বিশ্বাস ব্যক্ত করেন রাহুল।

তেলেঙ্গানার জন্য কংগ্রেসের ইস্তেহারে ছটি গ্যারান্টি

তেলেঙ্গানায়, কংগ্রেস তার ইস্তেহারে ৪হাজার টাকা পেনশন, ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার ছাড়াও শিক্ষার্থীদের বিনামূল্যে  ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইস্তেহারটি প্রকাশ করেন। ৪২ পৃষ্ঠার  ইস্তেহারে রয়েছে ৬টি গ্যারান্টি। ক্ষমতায় এলে কৃষকদের দুলাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুবেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে।

rahul gandhi KCR
Advertisment