নব্বইয়ে এ আর রহমান যতগুলি হিট গান উপহার দিয়েছেন, তার মধ্যে বেশ উপরের দিকে থাকবে 'মুকালা মুকাবলা'। এই গানটি তার পরের প্রায় বছর দশেক পর্যন্ত মানুষের মুখে মুখে ফিরেছে। আর মিউজিকের পাশাপাশি এই গানে প্রভু দেবার কোরিওগ্রাফি ও ডান্স স্টেপ ছিল বিপুল হিট। বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রিডি' ছবিতে রয়েছে এই গানের রিমেক যা কম্পোজ করেছেন তানিশক বাগচী। নতুন ছবির এই গানটি সদ্য মুক্তি পেয়েছে ইউটিউবে এবং তিনদিনে ৩ কোটি ভিউ ছাড়িয়ে গিয়েছে।
Advertisment
২০১৮ সাল থেকেই নতুন করে রিমেকের ট্রেন্ড শুরু হয়েছে বলিউডে। ২০১৯ সালেও বেশ কিছু পুরনো গানের রিমেক দেখতে পাওয়া গিয়েছে-- 'জয় জয় শিবশঙ্কর', 'সাকি সাকি', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'কোকা কোলা তু'। এবার নব্বইয়ে প্রভু দেবার হিট গান 'মুকালা মুকাবলা'-র রিমেক ভার্সন। বরুণ-শ্রদ্ধা অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রিডি'-র অংশ এই সং সিকোয়েন্সটি।
সদ্য মুক্তি পেয়েছে এই গানটি ইউটিউবে। এই সং সিকোয়েন্সের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন সেই প্রভু দেবা। যাঁর কোরিওগ্রাফিতেই নব্বইয়ে ঝড় তুলেছিল এই গান। 'স্ট্রিট ডান্সার থ্রিডি'-তে গানের এই নতুন ভার্সনটি দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
এই রিমেকটি মুক্তি পেতেই এত জনপ্রিয় হয়েছে মূলত দুটি কারণে। অন্যান্য বেশ কিছু রিমেকের মতো এখানে আমূল বদলে ফেলা হয়নি গানটিকে। পুরনো মেজাজটি বজায় রেখেই খুবই সন্তর্পণে রিমিক্সটি করেছেন তানিশক বাগচী। হাজার হোক, এ আর রহমান-এর কম্পোজিশন। সবারই একটা সমীহ কাজ করে। দ্বিতীয়ত, নব্বই থেকে ২০১৯-- বলিউড ডান্সের ধরন অনেক পাল্টে গিয়েছে। প্রভু দেবা এই নতুন গানের জন্য কিন্তু একেবারেই বর্তমান প্রজন্মের মতো করে কোরিওগ্রাফি করেছেন। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়েছেন বরুণ-শ্রদ্ধা-নোরা। আগামী ২৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে 'স্ট্রিট ডান্সার থ্রিডি'।