Govinda Daughter Tina Ahuja: বলিউডের সিনিয়র সুপারস্টার গোবিন্দা কৌতুক অভিনেতা হিসেবেই দর্শকের দরবারে পরিচিত। সিক্স প্যাক অ্যাব বা রাফ অ্যান্ড টাফ হিরো হিরো হিসেবে কোনওদিনই নিজেকে মেলে ধরেননি। বরং গোবিন্দার অভিনয়ের হাস্যরসই তাঁর সিনেমার 'ইউএসপি'। কিন্তু, মেয়ের চেহারা নিয়ে খুবই সচেতন। গোবিন্দা তাঁর মেয়ে টিনা আহুজাকে সবসময় পরামর্শ দেন মেদহীন ছিপছিপে শরীরই পারফেক্ট। বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছেন গোবিন্দার মেয়ে টিনা। ছোটবেলা থেকেই মেয়ের শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর ছিল তাঁর। Curly Tales-কে টিনা জানিয়েছেন, এই ছিপছিপে গড়নের নেপথ্য কাহিনি।
টিনা বলেন, ' আমি সবরকমের ডায়েট করে দেখেছি। মেয়েবেলা থেকেই আমার একজন পুষ্টিবিদ ছিলেন। আলুর পরোটা খেয়ে একদিনে ৬০০ থেকে ৭০০ ক্যালোরি গ্রহণ করেছি। আমি তো সকলকে এইরকম না করারই পরামর্শ দেব। একটা সময় শুধু ব্ল্যাক কফি খেতাম। তখন ধোতি প্যান্ট আর লাল লিপস্টিক পরতাম। কিন্তু, এখন আমি হেলদি ডায়েট করি। আঙুর, স্মুদি, বাদাম, শাকসব্জির জুস খাই। সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম।'
গোবিন্দা যখন ওজন কমানোর জন্য বলতেন তখন কী উত্তর দিতেন টিনা? স্টার কিডের সংযোজন, 'আমি বলতাম এখন নয়, পরে। ছোটবেলা থেকেই বাবা ওজন কমানোর কথা বলতেন। তুমি নিজেকে ফিট রাখ দেখতে ভাল লাগবে। মোটা হলে একদম বাজে ব্যাপার। স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। বাবার এই কথাগুলো তখন শুনতাম। কিন্তু, আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা ছিল না। জয়পুরে দুর্ঘটনার পর আমার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। ওই ঘটনার পর প্রায় এক বছর আমি শরীরচর্চা করতে পারিনি। তবে আমার মনে হত আমি ফিট আছি।'
গোবিন্দার মেয়ে টিনা বলি ডিভা শিল্পা শেট্টির ফিগারে একেবারে ফিদা। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বলেন, 'শিল্পা শট্টিজি-ই আমার চোখ খুলে দিয়েছেন। আমাকে একটি স্ক্রিনিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমি সদ্য লন্ডনে ছুটি কাটিয়ে ফিরেছিলাম। আমার মনে হচ্ছিল নিজেকে বোধহয় পরীর মতো লাগছে। কিন্তু, পরে যখন নিজেকে ইন্সটাগ্রামের ছবিতে দেখলাম তখন বুঝলাম আমি অনেকটাই মোটা হয়ে গিয়েছি।'