বলি পাড়ায় বিয়ে পরবর্তীতে এখন শুধুই সন্তান আসার সুখবর দিচ্ছেন তারকারা। কেউ কেউ সন্তানদের নিয়ে সুখে সময় কাটাচ্ছেন। এদিক ওদিক ভ্যাকেশনে যাচ্ছেন। স্টার কিড হিসেবে অনেকেই দারুন জনপ্রিয়। তার মধ্যে রাহা, জেহ প্রিয়াঙ্কা চোপড়ার কন্যা মালতি, বিপাশার মেয়ে দেবী সমাজ মাধ্যমে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন।
তাদের মিষ্টত্ব এবং আদুরে স্বভাব মন গলিয়েছে তাঁরা। আর গতকাল অভিনেত্রী কিয়ারা আদবানি এবং সিদ্ধার্থ মালহোত্রা প্রথম সন্তান আসার সুখবর জানিয়েছেন। তাঁদের বিয়ে যেমন স্বপ্নের মত ছিল, ঠিক তেমনই এবার ছোট্ট মানুষটি আসার সুখবর দিতেই যেন কাছের মানুষরা শুভেচ্ছা এবং ভালবাসায় মুড়িয়ে দিলেন তাঁদের। যদিও বা এটি তাঁদের প্রথম সন্তান, কিন্তু কিয়ারা আগেই জানিয়েছিলেন কেমন সন্তান চাই তাঁর।
অভিনেত্রী এর আগে অনস্ক্রিন বহুবার অন্তঃসত্বা হয়েছেন। কবীর সিং ছবিতে একদম শেষ দৃশ্যে তাঁকে অন্তঃসত্বা দেখা গিয়েছিল। তারপর গুড নিউজ ছবিতে তিনি গর্ভবতী ছিলেন। আর এবার, বাস্তবে মা হতে চলেছেন। দুটি ছোট্ট মোজা হাতের ওপর রেখেই সুখবর দিয়েছেন তাঁরা।
কিন্তু গুড নিউজ ছবির সময় যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি টুইন সন্তানের মা হন, তাহলে? দুটি ছেলে চাই না দুটি মেয়ে চাই নাকি একটি ছেলে একটি মেয়ে? অভিনেত্রী এই প্রশ্নের দীর্ঘনিঃশ্বাস ফেলেছিলেন। এবং জবাবে বলেছিলেন...
"আমার শুধু, সুস্থ সবল সন্তান চাই। আর আমার কোন ডিমান্ড নেই। বাচ্চারা সুস্থ থাকলে তারপর আর কিছুই চাই না। আর যদি পছন্দের কথা বলেন, তাহলে বলবে একটি ছেলে একটি মেয়ে চাই তাহলে একেবারেই কাজ শেষ হয়ে যাবে।" উল্লেখ্য, বিয়ের কিছু দিনের মাথায় তিনি সুখবর জানিয়েছেন। শুভেচ্ছা পেয়েছেন করন জোহার থেকে আরো অনেকের। কিছুদিন আগে যদিও তাকে রামচরনের গেম চেঞ্জার ছবিতে দেখা গিয়েছিল।