Advertisment

Rasha Thadani-Tamanna: 'তামান্না তো আমায় দত্তক নেওয়া মা', বলিউডে অভিষেক হতেই কেন এমন বললেন রবিনার মেয়ে রাসা?

Tamanna-Rasha: তামান্না ভাটিয়াকে 'দত্তক মা' বললেন রবিনার মেয়ে রাসা। ডেবিউ ছবির প্রচারে এক সাক্ষাৎকারে কেন এমন বললেন স্টার কিড?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
তামান্না তো আমার দত্তক মা

তামান্না তো আমার দত্তক মা: রাসা

Tamannaah Bhatia And Rasha Thadani: বলিউডে অভিষেক ঘটল গ্ল্যামারাস ডিভা রবিনা ট্যান্ডনের মেয়ে রাসা। অজয় দেবগণের ভাগ্নে আমন দেবগণের সঙ্গে বড় পর্দায় বিগ ব্রেক এই স্টার কিডের। মুম্বিয়ে স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পর সিলভার স্ক্রিনে মুক্তি পেল 'Azaad,'। স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন রাসার প্রিয়জনেরা। সেই তালিকায় নিঃসন্দেহে যারা ছিলেন তাঁরা তামান্না ভাটিয়া।

Advertisment

স্পেশ্যাল স্কিরিনিংয়ের পর তামান্নাকে সেলেব পাপারারজ্জিরা জিজ্ঞাসা করেন, এই ছবির 'Oye Amma'গানটি তাঁর কেমন লাগল? সঙ্গে সঙ্গে উত্তর এল, 'দারুণ, ভীষণ ভাল'। আরও একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে রাসাকে ধমক দিচ্ছেন তামান্না! তাঁকে 'বেবি' না বলে এখন থেকেই 'আন্টি' সম্বোধন করতে বললেন আজ কি রাত খ্যাত তামান্না ভাটিয়া। 

Advertisment

তামান্না বলছেন, 'আমি কিন্তু, তোমার বেবি নই। এখন থেকেই আমাকে আন্টি বলে ডাকা অভ্যাস কর।' কী ভাবছেন 'Azaad'-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে দুই সুন্দরীর মনোমালিন্য? না, একদমই নয়। পুরোটাই মজার ঘটনা। ওই কথা বলার পর নিজেই হেসে কুটোকুটি তামান্না।

দোসর বিজয় শর্মা ও অভিষেক কাপুর। প্রসঙ্গত রাসা আর তামান্না খুব ভাল বন্ধু। বয়সের একটা বিস্তর ফারাক। রাসার বয়স মাত্র ১৯ আর তামান্না ৩৫। তবুও বন্ধুত্বে কোনও প্রভাব পড়েনি। সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে রাসা তো তামান্নাকে তাঁর 'দত্তক মা' বলেছেন। মজা করে রবিনার মেয়ে বলেছেন, তামান্না ও তাঁর প্রেমিক বিজয় ভার্মা তাঁকে দত্তক নিয়েছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন রাসা। যেখানে 'Oyi Amma' গানে দুজনেই জমিয়ে নাচছেন। তামান্নার শরীরী বিভঙ্গে তো বুঁদ নেটপাড়া। নো মেক-আপ লুকে হুডি পরে তামান্না আর সিম্পল টি-শার্টে রাসার বডি মুভসে জমে গিয়েছিল 'Oyi Amma'। সেখানে ছিলেন তামান্নার প্রেমিক বিজয়ও। 'Azaad,' দর্শকের দিল জিততে পারে কিনা এখন তারই অপেক্ষা। 

bollywood movie Bollywood News Raveena Tandon bollywood actress Tamannaah Bhatia Rasha Thadani
Advertisment