এক বছর আগে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। পাত্র-পাত্রী ছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ধুমধাম করে চার হাত এক হওয়ার বর্ষপূর্তি হয়ে গিয়েছে। এদিন তাদের প্রথম বিবাহবার্ষিকীতে তারকা দম্পতিকে সারপ্রাইজ দিলেন বন্ধুরা। হাসিমুখে দিন কাটালেন তারাও। নাচে-গানে ভরপুর ছিল এদিনের সন্ধ্যে। মাইক হাতে গানও গাইলেন শুভশ্রী। কোমর দোলালেন রাজের সঙ্গে। দেখুন সেই ভিডিও।
টলিউডের এই জুটির বিয়ে নিয়ে জল্পনা হয়েছে বিস্তর। বিতর্ক, ট্রোল পিছু ছাড়েনি অনুষ্ঠানের দিন পর্যন্ত। তাতে অবশ্য কিছু যায় আসেনি টলিউডের এই লাভ বার্ডসের। প্রিওয়েডিং, রাজবাড়ির ছাঁদনাতলা থেকে কলকাতায় রিসেপশন- ঘরে-বাইরের সব অনুষ্ঠানের ছবি নিজেরাই পৌঁছে দিয়েছেন নেটপোকাদের কাছে। এখানেই শেষ নয়, ছিল ভাতকাপড়ের অনুষ্ঠানে খুনসুটি, মিসেস রাজ চক্রবর্তী হয়ে ইনস্টাপোস্ট আরও কত কী!
২০১৮ য় দক্ষিণ ২৪ পরগণার বাওয়ালি রাজবাড়িতে বিয়ে হয়েছিল এই দুজনের। তারপর একবছর নিজেদের সময় দিয়েছেন শুভশ্রী। ফের অভিষেক হয়েছে বড়পর্দায়। রাজের হাত ধরেই সেলুলয়েডে ফিরলেন তিনি। রাজ ঘরণী হলেন পর্দার পরিণীতা। সম্প্রতি ডাবিং শেষ করেছেন সেই ছবির।