বাঙালিকে এগুলো একটু বলতে হয়... সিনে ইন্ডাস্ট্রির দীর্ঘদিন দেখেছেন। মানুষকে নানা কথা বলতে দেখেছেন। এবার প্রকাশ্য মঞ্চে বিস্ফোরক তিনি। মিঠুনের ধারালো কথায়, রগরগে দৃশ্য ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে।
Advertisment
তিনি মিঠুন চক্রবর্তী। ডিস্কো ড্যান্সার বলিউডের। তাঁর নাচের ছন্দে নেচে উঠেছিল গোটা ভারতবাসী। কাজ করেছেন হিন্দি বাংলা নানা ভাষার ছবিতে। এবার, তিনি প্রকাশ্যে জানালেন ভারতীয় তথা বাঙালিদের এক অদ্ভুত স্বভাব প্রসঙ্গে। কেন? জাত চলে যাবে? কী কারণে তিনি একথা বলেন? একরকম রেগে আগুন তিনি।
সদ্যই শেষ হল ড্যান্স বাংলা ড্যান্স। তাঁর আগেই বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমা নিয়ে নিজের এক অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। লন্ডন থেকে ফিরছিলেন অভিনেতা। তাঁর মধ্যেই যা হয়েছিল তাঁর সঙ্গে, মেজাজ ধীরে রাখতে পারেননি তিনি। অর্থাৎ..?
মিঠুন বলেন, আমি লন্ডন থেকে ফিরছিলাম। দুজন ভারতীয় কিন্তু লন্ডনে থাকে। তারা আমায় দেখে অটোগ্রাফ নিলেন, কথা বললেন। তাঁর পরেই বললেন, আমরা না হিন্দি ছবি দেখি না। আমি তো অবাক। জিজ্ঞেস করলাম, তাহলে আমায় কোথায় দেখেছেন? আপনার বাড়িতে নাচতে গিয়েছিলাম আমি? এগুলো একটু বলতে হয়! যেন হিন্দি ছবি দেখলে অসুবিধা খুব। অনেকে বাঙালি তারকাদের বলে, আমি বাংলা ছবি দেখি না। জানি না, এতে ক্রেডিট আছে কিনা। এগুলো একটু ভাওতা বাজি আরকি! দেখিয়ে লাভ হয় হয়তো..."
এদিকে, মিঠুনের এই কথায় পাকাপাকি সঙ্গ দিয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। সেই ভিডিও শেয়ার করেই তিনি লিখলেন...আমিও শুনি,দিদি একটা সেল্ফি তুলবেন?আমি যদিও এসব বাংলা সিরিয়াল দেখিনা। আমার বাড়িতে মা দেখে। বাড়ি ফিরে কখনো আপনার সিরিয়াল চললে আপনাকে দেখতে পাই। রিমোট নিয়ে অশান্তি হয়। মা কে ছবিটা দেখালে খুশি হবে। বাংলা সিরিয়াল দেখি বললেই যেন জাত চলে যাবে"।