গত সপ্তাহে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সংসদে যে রিপোর্ট দেওয়া হয়েছিল, তাতে দেখা গিয়েছে জম্মু-কাশ্মীর ও আসাম রাজ্যের জিডিপির সবচেয়ে বেশি অংশ ব্যয় করেছে স্বাস্থ্য খাতে।
আসামের ক্ষেত্রে এ ব্যয়ের পরিমাণ ১.৫ শতাংশ। জম্মু-কাশ্মীর ব্যয় করেছে রাজ্য জিডিপির ১.৭ শতাংশ। এ তালিকার সবচেয়ে নিচে রয়েছে হরিয়ানা ও মহারাষ্ট্র। হরিয়ানা ব্যয় করেছে গড় উৎপাদনের ০.৬ শতাংশ ও মহরাষ্ট্রের ক্ষেত্রে এই ব্যয়ের পরিমাণ ০.৭ শতাংশ। কংগ্রেসের তিরুনাভুক্করসার এবং জেডি(ইউ)-এর রাজীবরঞ্জন সিংও কৌশলেন্দ্র কুমারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে বলেন ২০১৭ সালের জাতীয় স্বাস্থ্য নীতিতে ২০২০ সালের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ৮ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল।
নীতি আয়োগের তিন বছরের প্রকল্প, ২০১৭-১৮ থেকে ২০১৯-২০তে জনস্বাস্থ্যে সরকারি খরচ তাৎপর্যপূর্ণ হারে বাড়ানোর ডাক দেওয়া হয়েছে। এ থরচের লক্ষ্য দেশের সবাইকে এর আওতায় আনা, কার্যকরীভাবে শনাক্তকরণ এবং বেসরকারি ক্ষেত্রের রোগের উপর নজরদারি। শিশুদের স্তন্যপান এবং ২ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং জাতীয় স্তরে অ্যাকশন প্ল্যানের লক্ষ্যমাত্রাও রাখা হয়েছে নীতি আয়োগের পরিকল্পনায়।
Read the Full Story in English