Order of Saint Andrew the Apostle: মঙ্গলবার তাঁর রাশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মস্কোর ক্রেমলিনে এক বিশেষ অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল'-এ ভূষিত করেছেন। ভারত-রাশিয়া সম্পর্ক বৃদ্ধিতে প্রধানমন্ত্রী মোদীর অবদানকে স্বীকৃতি দিয়ে, এই সম্মান ২০১৯ সালেই ঘোষিত হয়েছিল।
এই সম্মান কারা পান?
রাশিয়ায় ব্যতিক্রমী সেবার জন্য বিশিষ্ট সরকারি কর্মী ও জনপ্রতিনিধি, সেনাকর্তা, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প এবং অর্থনীতির বিশিষ্টদের এই পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি, রাশিয়ান ফেডারেশনকে অসামান্য পরিষেবা দেওয়ার জন্য বিদেশি রাষ্ট্রপ্রধানদেরও এই পুরস্কারে সম্মানিত করা হয়। এই পুরস্কারের নাম সেন্ট অ্যান্ড্রুর থেকে এসেছে।
কে এই সেন্ট অ্যান্ড্রু
সেন্ট অ্যান্ড্রুকে যিশুর ১২ জন মূল অনুগামীর অন্যতম বলে মনে করা হয়। খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার পর, তাঁর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তাঁর মূল অনুগামীরা অনেক দূর পর্যন্ত ভ্রমণ করেছিলেন বলে কথিত আছে। সেন্ট অ্যান্ড্রু রাশিয়া, গ্রিস এবং ইউরোপ আর এশিয়ার বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন। তিনি কনস্টান্টিনোপলের চার্চ প্রতিষ্ঠা করেন। যার ভিত্তিতে পরবর্তীকালে রাশিয়ান অর্থোডক্স চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়ার প্রায় ১৪ কোটি জনসংখ্যার মধ্যে ৯ কোটিরও বেশি মানুষ এই অর্থোডক্স চার্চের নির্দেশকে অনুসরণ করেই ধর্মীয় আচার পালন করে থাকেন। সেন্ট অ্যান্ড্রুকে রাশিয়া এবং স্কটল্যান্ডের প্রধান সাধু হিসেবে গণ্য করা হয়। স্কটল্যান্ডের পতাকায় 'এক্স' চিহ্নটি এসেছে এই সাধুর প্রতীক থেকে। সেই চিহ্নকে বলা হয় 'সালটায়ার'। এটা বিশ্বাস করা হয় যে যিশুকে ওই চিহ্নের আকৃতির ক্রুশ দিয়েই বিদ্ধ করা হয়েছিল।
জারের জমানায় ঘোষিত
রাশিয়ায় জারের সাম্রাজ্য চলাকালীন জার পিটার দ্য গ্রেটের সময়কাল ছিল ১৬৭২ থেকে ১৭২৫ সাল। সেই সময় ১৬৯৮ সালে, 'অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু' ঘোষিত হয়েছিল। সেই অর্ডারের তালিকায় ১৭টি বিষয় রয়েছে। যার মধ্যে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রীয় প্রতীক- একটি দুই মাথাযুক্ত ঈগলের সোনালি ছবিও রয়েছে। পাশাপাশি, এটিতে একটি ব্যাজ, একটি স্টার এবং একটি হালকা নীল সিল্ক ফিতার কথাও আছে। রাশিয়ার হয়ে যুদ্ধে বিশেষ কৃতিত্বের জন্য এই ব্যাজ এবং স্টার-সহ তলোয়ার প্রদান করা হয়। রুশ বিপ্লবের পর ১৯১৮ সালে জারের সেই অর্ডার বা আদেশটি বাতিল করা হয়েছিল। বলা হয়েছিল, এই আদেশ বাতিলের মাধ্যমে জারবাদী শাসনকে উৎখাত করা হল। কিন্তু, সোভিয়েতের পতনের পর ১৯৯৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট একটি আদেশ দ্বারা জারের সেই বাতিল হওয়া আদেশ পুনরায় লাগু করেছেন।
এর আগে কে এই সম্মান পেয়েছেন?
মোদীর আগে, অতীতের প্রাপকদের মধ্যে মূলত রাশিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব, যেমন সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ার, বিখ্যাত আগ্নেয়াস্ত্র ডিজাইনার মিখাইল কালাশনিকভ, লেখক সের্গেই মিখালকভ, সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গোর্বাচেভ, রাশিয়ান অর্থোডক্স চার্চের নেতা প্যাট্রিয়ার্ক দ্বিতীয় আলেক্সি এবং রাশিয়ান অর্থোডক্স চার্চের বর্তমান প্রধান প্যাট্রিয়ার্ক ক্রিল এই সম্মান পেয়েছেন। অতীতে যে বিদেশি নেতাদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁকে ২০১৭ সালে এই সম্মান দেওয়া হয়েছিল। এছাড়াও প্রাপকের তালিকায় রয়েছেন কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ।