কলকাতা বিমান বন্দরে ডিউটিরত এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে মৃত ও সিআইএসএফ জওয়ানের নাম পঙ্কজ কুমার দে। বিমানবন্দর সূত্রে খবর কর্মরত অবস্থায় নিজের সার্ভিস বিভালবার থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।
সূত্রের খবর গতকালই বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেন তিনি। এদিন কর্মরত অবস্থায় দীর্ঘক্ষণ দেখা না মেলায় খোঁজ শুরু হয় সিআইএসএফ জওয়ানের। দেখা যায় বিমানবন্দরের বেসমেন্টের শৌচালয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পঙ্কজবাবুর নিথর দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক কারণেই আত্মঘাতী হয়েছেন সিআইএসএফ জওয়ান। কিছুদিন আগেই ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। গতকালই বাড়ি থেকে ফিরে কাজে যোগ দেন। তারপরই দিন এমন ভয়ঙ্কর পরিণতি মেনে নিতে পারছেন সহকর্মীরা। ওই সিআইএসএফ জওয়ান এসআই পদে কর্মরত ছিলেন। ওই সিআইএসএফ কর্মী যে ব্যারাকে থাকতেন সেখান থেকেও কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায় কি না তার খোঁজ করা হচ্ছে।
আরও পড়ুন: <বেনজির জিজ্ঞাসাবাদ, একটানা ২৫ ঘণ্টারও বেশি সময় ধরে পার্থর বাড়িতে ED>
ঘটনার পর পুলিশ ও সিআইএসএফের পদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বিমানবন্দরের তরফে সিল করে দেওয়া হয়েছে ওই শৌচালয়। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এনএসটিবিআই থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দরে সাময়িক চাঞ্চল্য ছড়ায়।