ছবির এই সাফল্যের ধারাকে
সামনে রেখে চটপট নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে সতর্কতামূলক প্রচারের কাজটি সেরে নিল কলকাতা পুলিশ।
আন্তর্জাতিক বাজারে রেকর্ড ব্যবসা করেছে দক্ষিণী ছবি 'পুষ্পা-দ্য রাইস'। মুখে মুখে ঘুরছে ছবির সংলাপ। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই সচেতনতা ছড়াতে উদ্যোগী হল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার তরফে একটি মিম পোস্ট করা হয়। তবে মজার মোড়কে থাকে জরুরি বার্তা। মিমটি কিছুটা এরকম, ছবির চরিত্র স্রীনু পুষ্পা-কে ফোন করে বলছে, 'কুড়ি হাজারের লটারি জিতেছিস তুই, এবার নিজের ওটিপিটা বল। ফোনের উল্টো দিক থেকে উত্তরে পুষ্পা বলছে, 'পুষ্পা শুনে আমায় বোকা ভেবেছো? এখনই তোর নম্বর সাইবার পিএস-কে হোয়াটসঅ্যাপ করছি।' কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই মিমটি পোস্ট করা হয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ব্য়াঙ্ক ফ্রড বা লটারি ফ্রডের মত হ্যাশট্যাগ। সতর্কবার্তা এটাই যে লটারির নাম করে কোনও ফোনে ওটিপি চাইলে তা কখনোই প্রকাশ করা উচিত নয়। এর আগেও একাধিকবার কলকাতা পুলিশের তরফে অপরাধ দমনে নানা ধরণের সতর্কতামূলক পোস্ট করা হয়ে থাকে। তবে এবার 'পুষ্পা-দ্য রাইস' ছবির সাফল্যের ওপর ভরসা রেখে কলকাতা পুলিশের এই পোস্ট তোলপাড় ফেলেছে নেটদুনিয়ায়।
Advertisment
সুকুমারের পরিচালনায়, 'মিথ্রি মুভি মেকার'-দের প্রযোজনায় 'পুষ্পা' ছবির ব্যবসা নজরকাড়া। নির্মাতারা ছবিটি যে ধরনের সাড়া পাচ্ছে তাতে উচ্ছ্বসিত। তাঁরাই এই অ্যাকশন থ্রিলার ঘরানার ছবির বক্স-অফিস আয় নিয়ে বিস্তারিত জানান। শোনা যাচ্ছে মুক্তির প্রথম দুই দিনের মধ্যে এই ছবি বিশ্বজুড়ে প্রায় ১১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এবার সেই সাফল্যের ধারাকে অক্ষুন্ন রেখে চটপট নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে সতর্কতামূলক প্রচারের কাজটি সেরে নিল কলকাতা পুলিশ। এর আগে কলকাতা পুলিশের পেজে সচেতনতা মূলক বিজ্ঞাপনে উঠে এসেছে মানি হাইস্টের প্রফেসর। কখনও বা পাসওয়ার্ড ও টুথব্রাশের মধ্যে তুলনা টেনে সচেতন করেছে কলকাতা পুলিশ। কখনও করোনার সচেতনায় এসেছে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি সোনার কেল্লার কথাও।