অপ্রত্যাশিত মন্তব্য করতে তিনি রীতিমতো অভ্যস্ত। কখনও বিরোধী রাজনৈতিক দল কিংবা কখনো নিজের দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা নীতিন গড়কারি। রবিবারের এক অনুষ্ঠানে নাম না করে আক্রমণ করে বসলেন প্রধানমন্ত্রীকেই। বললেন, "স্বপ্ন দেখানো নেতাদের মানুষ খুব পছন্দ করেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ না করলে আবার মানুষ তাকে পেটাতেও ছাড়েন না।"
মুম্বইয়ের এক অনুষ্ঠানে গড়কারি বলেন "স্বপ্ন দেখিয়ে পূরণ করব না, আমি ওই দলে পড়ি না। যে স্বপ্ন পূরণ করা যাবে, তাই-ই দেখানো উচিত। আমি যা বলি ১০০ শতাংশ বুক ফুলিয়ে বলি, এবং তা পূরণ করি।"
আরও পড়ুন, ব্রিগেডের সভা ভরাতে শরিকদের ওপর তেমন ভরসা করছে না সিপিএম
পরিবহন এবং জাতীয় সড়ক মন্ত্রী গড়কারি অবশ্য সাম্প্রতিক কালে একাধিকবার খবরে এসেছেন বিজেপির সমালচনা করে। বিধানসভায় গেরুয়া শিবিরের ভরাডুবির পর কেন্দ্রীয় মন্ত্রীর ঘন ঘন বিতর্কিত মন্তব্য রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজনৈতিক মহলে। গত ডিসেম্বরে ইন্টেলিজেন্স ব্যুরো বিভাগের এক ভাষণে গড়কারি বলেন, "আমি যদি দলের সভাপতি হই, আর আমার সাংসদ, বিধায়করা যদি কাজ না করেন, তার জন্য দায়ি কে? অবশ্যই আমি।" বিধানসভার ফলাফল ঘোষণার পরপরই মন্ত্রী বলেছিলেন, "দলের ব্যর্থতা এবং হারের দায় দলের নেতৃত্বকেই নিতে হবে"।
তিনি বলেছিলেন, "সাফল্যের দায় নেওয়ার জন্য অনেকেই থাকেন, কিন্তু ব্যর্থতার দায় কেউ নেন না।" এখানেই থামেন নি মন্ত্রী। জওহরলাল নেহরুরও প্রশস্তি করে সহিষ্ণুতার প্রসঙ্গ টেনে এনেছিলেন গড়কারি। লোকসভা নির্বাচনের ঠিক আগে ঘনঘন তাঁর মোদীকে আক্রমণ কোন দিকে ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের।
Read the full story in English