Find out how to book IPL 2025 tickets online and offline: জানুন কীভাবে আইপিএল ২০২৫-এর টিকিট অনলাইনে ও অফলাইনে বুক করবেন। টিকিটের দাম, বুকিং প্ল্যাটফর্ম ও প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন!
IPL 2025 Tickets Booking – How to Buy Online & Offline, Price & Availability: আইপিএল ২০২৫-এর টিকিট চাই? তাহলে জেনে নিন, অনলাইন এবং অফলাইনে কীভাবে ম্যাচের টিকিট বুকিং করবেন।
Advertisment
অনলাইনে বুকিংয়ের কায়দা: আইপিএলের টিকিটের দাম নির্ভর করবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ও সেই সব স্টেডিয়ামের ওপর, যেখানে ম্যাচগুলো হবে। কবে এই টুর্নামেন্ট শুরু হবে, সেই প্রতীক্ষায় দিন গুনছেন দর্শকরা। এই টুর্নামেন্টের আসর শুরু হবে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর/KKR) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি/RCB)-র। ইডেন গার্ডেনসে হবে ওই ম্যাচ।
এবারের আইপিএল আগের চেয়ে আরও জমকালো এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এনিয়ে সমর্থকদের উন্মাদনা এখন তুঙ্গে। কারণ এবার শুধু তারকা ক্রিকেটাররাই নন, মাঠ মাতাবেন নতুন প্রতিভারাও। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে চলেছে আর কয়েকদিন পরেই। সমর্থকরা টিভি স্ক্রিনের সামনে অথবা মাঠে গিয়ে সরাসরি খেলা দেখতে পারবেন!
আইপিএল ২০২৫-এর টিকিট কীভাবে বুক করবেন?
Advertisment
প্রাথমিকভাবে টিকিটের মূল্য ৪০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দর্শকরা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন। এছাড়া BookMyShow, PayTM Insider, এবং আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটও টিকিট বিক্রি করছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজস্ব টিকিটিং পার্টনার বেছে নিয়েছে। তাই টিকিট বুকিংয়ের সময় সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির ওয়েবসাইট দেখে নিতে হবে।
আইপিএল ২০২৫: ফ্র্যাঞ্চাইজি দল ও তাদের টিকিট পার্টনার
দল
হোম গ্রাউন্ড
টিকিট পার্টনার
চেন্নাই সুপার কিংস
এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম
অঘোষিত
মুম্বাই ইন্ডিয়ান্স
ওয়াংখেড়ে স্টেডিয়াম
BookMyShow
গুজরাট টাইটান্স
নরেন্দ্র মোদি স্টেডিয়াম
অঘোষিত
লখনউ সুপার জায়ান্টস
একানা আন্তর্জাতিক স্টেডিয়াম
অঘোষিত
রাজস্থান রয়্যালস
সওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুর/বারসাপারা ক্রিকেট স্টেডিয়াম, গুহাটি
১. অফিসিয়াল আইপিএল টিকিটিং ওয়েবসাইট বা পছন্দের দলের ওয়েবসাইটে যান। ২. আপনার অ্যাকাউন্ট তৈরি করুন বা লগ ইন করুন। ৩. যে ম্যাচটি দেখতে চান সেটি নির্বাচন করুন। ৪. আপনার পছন্দের সিট ক্যাটাগরি নির্বাচন করুন এবং টিকিট পাওয়া যাচ্ছে কি না, চেক করুন। ৫. পেমেন্টটা দেখে নিন এবং ইমেইল বা এসএমএস-এর মাধ্যমে পেমেন্ট করার নোটিফিকেশন পান।