MS Dhoni: তাঁকে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা দেখা যায় না। এবার সেনিয়ে বিরাট মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। তাঁর কথায়, 'কেউ ভালো ক্রিকেট খেললে তাঁর আর জনসংযোগের প্রয়োজন পড়ে না।' সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সক্রিয় থাকায় ধোনির চেয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার অনুরাগীর সংখ্যা অনেক বেশি। তা নিয়ে দীর্ঘদিন ধরেই ধোনির প্রতি অনুযোগও রয়েছে তাঁর ভক্তদের। এবার সেনিয়েই নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা চালালেন ভারতীয় ক্রিকেটের এমএস।
৪৩ বছর বয়সি ক্রিকেটার পরবর্তীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও চেন্নাই সুপার কিংসের হয়েই খেলবেন। তাঁকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে ৪ কোটি টাকায় ধরে রেখেছে দক্ষিণের দলটি। তাঁর নেতৃত্বে চেন্নাই ৫ বার আইপিএল জিতেছে। গত আইপিএলে তাঁকে অধিনায়কের পদ থেকে সরানো হয়েছে। সেই ধোনিই সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা প্রসঙ্গে বলেছেন, 'আমি কখনই সোশ্যাল মিডিয়ার বড় ভক্ত ছিলাম না। আমার অনেক ম্যানেজার ছিল। তাঁরাই এসব দেখতেন। ২০০৪ সালে আমি খেলা শুরু করি। টুইটার জনপ্রিয় হয়ে ওঠে। পরে ইনস্টাগ্রাম আসে। অনেকেই আমাকে বলেছিলেন, আপনি পিআরের জন্য কিছু করুন। এটা করুন, ওটা করুন। আমার একটাই উত্তর ছিল, ভালো ক্রিকেট খেললে জনসংযোগের দরকার পড়ে না।'
আইপিএলের নিয়ম অনুযায়ী, আনক্যাপড খেলোয়াড়দের তালিকায় এমন আন্তর্জাতিক ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা যাবে, যারা গত পাঁচ বছরে ভারতের হয়ে কোনও ম্যাচ খেলেননি। অথবা, ওই সময়ের মধ্যে তাঁদের সঙ্গে বিসিসিআইয়ের কোনও কেন্দ্রীয় চুক্তি নেই। ধোনি সেভাবেই আনক্যাপড খেলোয়াড় হিসেবে সিএসকেতে খেলছেন। তাঁর নেতৃত্বে সিএসকে ২০২৩ সালে তাদের পঞ্চম আইপিএল জিতেছিল। ২০২৪-এ আইপিএল শুরুর আগে সিএসকে রুতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক করে। যা ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দেয়।
আরও পড়ুন- জয়সওয়ালের রেকর্ড ভেঙেচুরে দিলেন মুম্বইয়ের আয়ুশ! সেরার সেরা কীর্তি ১৯ বছরের তারকার
ধোনি অক্টোবরে এক সফটওয়্যার ব্র্যান্ডের প্রচারমূলক ইভেন্টে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি খেলা চালিয়ে যাবেন। তিনি বলেছিলেন, 'আগামী কয়েক বছর ক্রিকেটে আমি যতটুকু খেলতে পারি, তা উপভোগ করতে চাই।' এবার সিএসকে (CSK) তাঁকে আইপিএল নিলামের আগে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়ায়, ধোনি যে এবারের আইপিএলেও খেলছেন, তা স্পষ্ট হয়ে যায়।