Ravindra Jadeja survives close stamping call: ভারতীয় দল শনিবার টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত খেলেছেন। বোলিং ইউনিটও বেশ সাফল্য পেয়েছে। তারই মধ্যে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৬ বলে ৪ রান করেছেন। বোলিংয়ে ২ ওভারে দিয়েছেন ১১ রান। তাই মধ্যে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার অন এয়ারে বলে ওঠেন, 'এটা রবীন্দ্র জাদেজার ব্যাটিং, তাই আমি চুপ করে আছি।' স্টাম্পিংয়ের সিদ্ধান্ত থেকে বিতর্কিতভাবে বেঁচে যাওয়ার পরে মঞ্জরেকার ওই মন্তব্য করেন। যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
Advertisment
কিছু না বলেও মঞ্জরেকার বুঝিয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা ভুল নিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। আর, জাদেজাকে ফেভার করা হয়েছে। সেই কারণে, মঞ্জরেকারের কথা শুনে অন্য ধারাভাষ্যকাররা হাসতে শুরু করেন। কারণ মঞ্জরেকার বলেন, 'ওঁর পায়ের আঙুলগুলো ঠিকমতো লাইন স্পর্শ করেনি। শুধু মাটিতে পা মাটিতে ছিল, এইটুকু মাত্র। কিন্তু, যেহুতু ব্যাটিংটা জাদেজা করছে, তাই চুপ থাকাই ভালো।'
Sanjay Manjrekar Said “It (Jadeja) looks out from here, but it’s Ravindra Jadeja batting, so I better shut up” (Star) pic.twitter.com/6dUjX92uC5
ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ হাফসেঞ্চুরি করেছেন। ভারতীয় দলের পেসাররাও ভালো বল করেছেন। যার জেরে ম্যাচ পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দলের খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি বলেন, 'যেভাবে সবকিছু চলল, তাতে আমি বেশ খুশি। যা চেয়েছিলাম, তা-ই হয়েছে। এখানকার পরিস্থিতিতে অভ্যস্ত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। নতুন জায়গা, নতুন মাঠ, নতুন পিচ।'
রোহিত বলেন, 'ঋষভ পন্থ তিনে ব্যাট করেছে। ওকে তিনে নামানো হয়েছিল। আমরা এখনও ব্যাটিং লাইন আপ ঠিক করিনি। শুধু চেয়েছিলাম, সবাই যাতে ভালো ব্যাটিং করে। আরশদীপ সিং-ও ভালো করেছে। ও বুঝিয়ে দিয়েছে যে ওর দক্ষতা আছে। আমাদের ১৫ জনের স্কোয়াডের প্রত্যেকেই বেশ ভালো। তার মধ্যে থেকেই সেরা খেলোয়াড়দের বেছে নিতে হবে। প্রথম একাদশ সেভাবেই তৈরি করতে হবে।' এই টি-২০ বিশ্বকাপে রোহিতবাহিনী ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ৯ জুন নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।