Advertisment

Ravindra Jadeja-Sanjay Manjrekar: ফের বঞ্চিত বাংলাদেশ, জাদেজার 'বেঁচে' যাওয়া নিয়ে প্রাক্তন ভারতীয় তারকার-ই সরাসরি দ্বিমত প্রকাশ্যে

India vs Bangladesh t20 WC warm-up match: বাংলাদেশ কি নিশ্চিত আউটের সুযোগ থেকে বঞ্চিত হল, দেখে নিন

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjay Manjrekar on Ravindra Jadeja: সঞ্জয় মঞ্জরেকার, রবীন্দ্র জাদেজা

Sanjay Manjrekar on Ravindra Jadeja: জাদেজার আউট নিয়ে বক্তব্য মঞ্জরেকরের (টুইটার)

Ravindra Jadeja survives close stamping call: ভারতীয় দল শনিবার টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে। ম্যাচে ভারতীয় ব্যাটাররা দুর্দান্ত খেলেছেন। বোলিং ইউনিটও বেশ সাফল্য পেয়েছে। তারই মধ্যে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৬ বলে ৪ রান করেছেন। বোলিংয়ে ২ ওভারে দিয়েছেন ১১ রান। তাই মধ্যে ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকার অন এয়ারে বলে ওঠেন, 'এটা রবীন্দ্র জাদেজার ব্যাটিং, তাই আমি চুপ করে আছি।' স্টাম্পিংয়ের সিদ্ধান্ত থেকে বিতর্কিতভাবে বেঁচে যাওয়ার পরে মঞ্জরেকার ওই মন্তব্য করেন। যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Advertisment

কিছু না বলেও মঞ্জরেকার বুঝিয়ে দিয়েছেন, সিদ্ধান্তটা ভুল নিয়ে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। আর, জাদেজাকে ফেভার করা হয়েছে। সেই কারণে, মঞ্জরেকারের কথা শুনে অন্য ধারাভাষ্যকাররা হাসতে শুরু করেন। কারণ মঞ্জরেকার বলেন, 'ওঁর পায়ের আঙুলগুলো ঠিকমতো লাইন স্পর্শ করেনি। শুধু মাটিতে পা মাটিতে ছিল, এইটুকু মাত্র। কিন্তু, যেহুতু ব্যাটিংটা জাদেজা করছে, তাই চুপ থাকাই ভালো।'

ম্যাচে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ হাফসেঞ্চুরি করেছেন। ভারতীয় দলের পেসাররাও ভালো বল করেছেন। যার জেরে ম্যাচ পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দলের খেলোয়াড়দের প্রশংসা করেন। তিনি বলেন, 'যেভাবে সবকিছু চলল, তাতে আমি বেশ খুশি। যা চেয়েছিলাম, তা-ই হয়েছে। এখানকার পরিস্থিতিতে অভ্যস্ত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। নতুন জায়গা, নতুন মাঠ, নতুন পিচ।'

আরও পড়ুন- ভারতের কোচ হবেন কি! শাহরুখের মাথা ব্যথা বাড়িয়ে বিরাট মন্তব্য গম্ভীরের, স্পষ্ট হয়েই গেল সবকিছু

রোহিত বলেন, 'ঋষভ পন্থ তিনে ব্যাট করেছে। ওকে তিনে নামানো হয়েছিল। আমরা এখনও ব্যাটিং লাইন আপ ঠিক করিনি। শুধু চেয়েছিলাম, সবাই যাতে ভালো ব্যাটিং করে। আরশদীপ সিং-ও ভালো করেছে। ও বুঝিয়ে দিয়েছে যে ওর দক্ষতা আছে। আমাদের ১৫ জনের স্কোয়াডের প্রত্যেকেই বেশ ভালো। তার মধ্যে থেকেই সেরা খেলোয়াড়দের বেছে নিতে হবে। প্রথম একাদশ সেভাবেই তৈরি করতে হবে।' এই টি-২০ বিশ্বকাপে রোহিতবাহিনী ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ৯ জুন নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে।

T20 World Cup Indian Team Bangladesh Cricket ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team Bangladesh Cricket Team
Advertisment