Mohammed Shami
ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ফাস্ট বোলার মহম্মদ শামি। ৩ সেপ্টেম্বর ১৯৯০ সালে উত্তর প্রদেশের আমরোহার সাহসপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটে খেলা ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন শামি। মহম্মদ শামি গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন তিনি। ওয়ানডেতে দ্রুততম ভারতীয় হিসেবে ১০০ উইকেট নিয়েছেন। ওডিআই বিশ্বকাপে হ্যাটট্রিক করা দ্বিতীয় ভারতীয় বোলার তিনি। দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়াম) পাকিস্তানের বিপক্ষে ৬ জানুয়ারি ২০১৩-এ শামি আন্তর্জাতিক পর্যায়ে আত্মপ্রকাশ করেন। সেই ম্যাচে ৯ ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেন। ৯টির মধ্যে ৪টি মেডেন ওভার বল করেছিলেন তিনি। একই বছরের নভেম্বরে (৬ থেকে ৮) কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৫ উইকেট নিয়ে সাড়া ফেলে দেন তিনি। টেস্ট অভিষেকের প্রায় ৪ মাস পর ২১ মার্চ ২০১৪-এ শামি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক করেন। তাঁর ম্যাচও ছিল পাকিস্তানের (মিরপুর, বাংলাদেশ) বিপক্ষে। যাইহোক, শামি টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাত্র একটি উইকেট নেন ৩১ রান খরচ করে। শামি এখন পর্যন্ত আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন (কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব/পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস)। এখন পর্যন্ত শামি ৬০টিরও বেশি টেস্ট ম্যাচে ২২০+ উইকেট, ৯০টিরও বেশি ওডিআই আন্তর্জাতিক ম্যাচে ১৬০+ উইকেট এবং ২৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটে দুটি হাফ সেঞ্চুরিও রয়েছে শামির। এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৫৬। যেখানে তিনি এখনও টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর রানের খাতা খোলেননি। শামি এখনও পর্যন্ত ২টি ওডিআই বিশ্বকাপ, ৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
Mohammed Shami in 1st T20: প্রথম টি২০ ম্যাচে শামি বাদ, পিছনে এতবড় রহস্য?
Mohammed Shami on his injury: কেন বারবার তাঁকে জাতীয় দলে নেওয়ার অনুরোধ করছিলেন, এতদিনে ফাঁস করলেন শামি
BCCI meeting: অস্ট্রেলিয়া সফরের পর্যালোচনা, ইংল্যান্ডের সিরিজের দল বাছল বোর্ড
Ravi Shastri on Mohammed Shami: শামির অভাবেই এই হাল, ভারতের প্রাক্তন কোচের নিশানায় রোহিতরা
Mohammed Shami: শামিকে বাতিল করল বিসিসিআই! পাঠানো হবে না অস্ট্রেলিয়ায়
BEN vs CDG Pre Quarter Final: ১৩ ডট, গতির ঝড়, ব্যাটে ১৭ বলে ৩২! মহম্মদ শামির হিরোগিরিতে বাংলার দাদাগিরি SMAT-এ