CCTV video : চুরি করার আগে ওয়ার্মআপ ড্যান্স, ভাইরাল ভিডিও

সিসিটিভির ক্যামেরার সামনে নিরাপদ দূরত্বে থেকে, যাতে মুখ না চেনা যায়, দিব্যি নেচে নিল এক চোর। 

সিসিটিভির ক্যামেরার সামনে নিরাপদ দূরত্বে থেকে, যাতে মুখ না চেনা যায়, দিব্যি নেচে নিল এক চোর। 

author-image
IE Bangla Web Desk
New Update

চোরের নাচ দেখেছেন কখনও? শুনেছেন, যে চোর নাচে? আজ্ঞে হ্যাঁ, তাও আবার চুরির ঠিক আগে আগে। তাদের জানা ছিল, কোথায় আছে সিসিটিভি? সেই সিসিটিভির ক্যামেরার সামনে নিরাপদ দূরত্বে থেকে, যাতে মুখ না চেনা যায়, দিব্যি নেচে নিল এক চোর।

Advertisment

তারপর মুখে কাপড় বেঁধে তার দোকানের তালা ভাঙা শুরু করে। এই সমস্তটাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেছে। ১০ জুলাই ঘটনাটি ঘটেছে দিল্লিতে ।

viral