Mahakumbh 2025: যেন রাজুদার পরোটা! মহাকুম্ভে ইউটিউবারদের দাপাদাপি, প্রশ্নবাণে জর্জরিত 'বাবার' রুদ্ররুপ....দেখুন ভিডিও

Mahakumbh 2025: চোখের পলকে, বাবার হিংস্র রূপ দেখে ভয়ে সিটিয়ে উঠলেন ইউটিউবার। মহাকুম্ভের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Mahakumbh 2025: চোখের পলকে, বাবার হিংস্র রূপ দেখে ভয়ে সিটিয়ে উঠলেন ইউটিউবার। মহাকুম্ভের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mahakumbh 2025 baba get angry on toutuber beat him with tongs video went viral online

ইউটিউবারদের দাপদাপি, প্রশ্নবানে জর্জরিত 'বাবার' রুদ্ররুপ....দেখুন ভিডিও Photograph: (ইউটিউবারদের দাপদাপি, প্রশ্নবানে জর্জরিত 'বাবার' রুদ্ররুপ....দেখুন ভিডিও )

Mahakumbh 2025: ত্রিবেণী সঙ্গমে বিশ্বাসের বন্যা...! উপচে পড়ল ভক্তির ঢেউ, জনজোয়ারে ভাসল প্রয়াগরাজ। 

Advertisment

ত্রিবেণী সঙ্গমে জনজোয়ার! অমৃত স্নানে অংশ নিলেন ৩.৫ কোটির বেশি ভক্ত।  শুধু দেশই নয়, এশিয়া থেকে ইউরোপ বিশ্বের একাধিক দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ উপলক্ষ্যে প্রয়াগরাজে এসে জড়ো হয়েছেন। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতই। 'বিশ্বাসের ঢেউ' এতটাই তীব্র ছিল যে গতকাল গভীর রাত পর্যন্ত ৩.৫ কোটি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন। দ্বিতীয় অমৃত স্নান ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায়এবং তৃতীয় অমৃত স্নান ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হবে। 

কুম্ভ মেলার হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হয়েছে। সম্প্রতি সামনে এসেছে এমনই এক ভিডিও যেখানে এক ইউটিউবার এক নাগা সন্ন্যাসীকে এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্ন শুনেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, হাতের সামনে থাকা চিমটা দিয়ে মারতে শুরু করেন, এরপর তাকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল নেটপাড়ায়।  

চোখের পলকে, বাবার হিংস্র রূপ দেখে ভয়ে সিটিয়ে উঠলেন ইউটিউবার। মহাকুম্ভের এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। রাজুদার পরোটাই হোক অথবা মহাকুম্ভ  সব জায়গাতেই  ইউটিবারদের দাপাদাপি। নাগা সন্ন্যাসীদের আখড়ায় হাজির হয়ে একের পর এক প্রশ্ন করতে দেখা গেল এক ইউটিউবারকে। সেই প্রশ্ন বানে জর্জরিত হয়ে মেজাজ হারালেন সাধুবাবা। হাতের সামনে রাখা চিমটা দিয়ে পিটিয়ে তাকে আখড়া থেকে বের করে দেন। সাধুর রুদ্ররূপ দেখে চোখ কপালে ইউটিউবারের। এমনই ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

Advertisment

মহা কুম্ভমেলার আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে, যেখানে 'আনাজ বাবা' নামে পরিচিত একজন সাধুবাবা এক ইউটিউবারের প্রশ্নে এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি পুলিশ ডাকার হুমকি দেন। 

মঙ্গলবার, মকর সংক্রান্তি উপলক্ষে, ৩.৫ কোটিরও বেশি ভক্ত প্রথম অমৃত স্নানে পবিত্র স্নান করেন।মহাকুম্ভের প্রধান অমৃত স্নান উৎসব, মৌনী অমাবস্যার আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হবে বলেই প্রশাসন সূত্রে খবর। এই স্নান উৎসব হবে আগামী ২৯শে জানুয়ারি। এই স্নান উৎসবে সর্বাধিক সাত থেকে আট কোটি ভক্ত স্নান করবেন বলে অনুমান করা হচ্ছে। এই কারণে ২৭ জানুয়ারি থেকেই   মেলা এলাকায় যানবাহন নিষিদ্ধ করা হবে।

Mahakumbh 2025