মাধ্যমিকে এবারও জয়জয়কার জেলার স্কুলের ছাত্রছাত্রীদের। পড়ুয়া জীবনের প্রথম বড় পরীক্ষায় নজিরবিহীন সাফল্যের দিনে কৃতীদের কাছে গেল খোদ মুখ্যমন্ত্রীর ফোন। তাক লাগানো ফলের জন্য কৃতীদের এদিন অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যেপাাধ্যায়। জীবনের বিরাট সাফল্যের এই দিনে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাবার্তা মেলায় আপ্লুত কৃতী ছাত্রছাত্রীরা।
প্রকাশিত ২০২৩-এর মাধ্যমিকের ফল। মেধাতালিকায় রয়েছেন মোট ১১৮ পড়ুয়া। তাঁদের এদিন ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ কলকাতার ধন ধান্য স্টেডিয়ামে মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে কৃতীদের তাঁদের অভিভাবকদের সঙ্গে নিয়ে যেতে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- WB Madhyamik Result 2023: মাধ্যমিকে জেলার জয়-জয়কার, মেধা তালিকায় নেই কলকাতা
মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবদত্তা মাঝি। মাধ্যমিকে ৬৯৭ নম্বর পেয়েছেন দুর্গাদাসী চৌধুরাণী হাইস্কুলের ছাত্রী দেবদত্তা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চান দেবদত্তা। নিজের অভাবনীয় এই সাফল্যের প্রধান দাবিদার তাঁর মা, এদিন এমনই জানিয়েছন কীর্তিময়ী। মাধ্যমিকে প্রথম দেবদত্তাকে এদিন ফোনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবদত্তা পরবর্তীকালে কী নিয়ে পড়তে চায়, ভবিষ্যতে কী হওয়ার ইচ্ছা আছে তাঁর, এই সব ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করেছেন মুখ্যমন্ত্রী। বেশ কয়েক মিনিট এদিন দেবদত্তার সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- WBBSE 10th Result 2023: মাধ্যমিকে তৃতীয় সৌম্যদীপ, চোখে বিরাট স্বপ্ন ছাত্রের
বাঁকুড়ার মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা। এবার মাধ্যমিক পীরক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে অন্বেষা। তাঁকেও এদিন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে এদিন আপ্লুত অন্বেষাও। ফোনেই মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়েছেন অন্বেষা। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ চেয়েছেন কৃতী ছাত্রী।
আরও পড়ুন- WBBSE 10th Result 2023: মাধ্যমিকে দ্বিতীয় শুভম পাল, মায়ের কাছে পড়েই সাফল্যের চুড়ায় কৃতী ছাত্র
এছাড়াও মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থানাধিকারী মালদহের রিফাত হাসান সরকারের কাছেও গিয়েছে মুখ্যমন্ত্রীর ফোন। মালদহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের রিফাত মাধ্যমিকে ৬৯১ পেয়েছেন। রিফাতের বাবার ফোনে এদিন ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। রিফাতকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর ভবিষ্যত ভাবনা নিয়েও এদিন তাঁকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রী।
মাধ্যমিকের মেধা তালিকায় থাকা অনেক ছাত্রছাত্রীকেই ব্যক্তিগতভাব এদিন ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ তারিখ কলকাতার ধন ধান্য স্টেডিয়ামে রাজ্য সরকারের তরফে আয়োজিত কৃতী পডুয়াদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ১১৮ জন। মেধা তালিকায় মূলত জেলার ছাত্রছাত্রীদেরই জয়জয়কার। নজিরবিহীনভাবে এবার মেধা তালিকায় ঠাঁই হয়নি কলকাতার কোনও স্কুলের পড়ুয়ার। মাধ্যমিকে এবছর পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় কলকাতা ও চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা।