আরামপ্রিয় ট্রেন যাত্রীদের জন্য এবার সুখবর। চালু হচ্ছে বাতানুকূল লোকাল ট্রেন। আপাতত শিয়ালদা মেইন লাইনে ছুটবে এই বাতানুকূল লোকাল। সব ঠিক থাকলে আগামী তিন সপ্তাহের মধ্যেই এই এসি কোচ-সহ লোকালের চাকা গড়াবে শিয়ালদা মেইন লাইনে। তবে পরবর্তীতে অন্য রুটগুলোতেও এই পরিষেবা শুরু হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
Advertisment
রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী লোকাল ট্রেনে এসি কোচ যুক্ত হলে অফিস যাত্রী, গর্ভবতী মহিলা, রোগী এবং স্বাচ্ছন্দপ্রিয় যাত্রীদের সুবিধা হবে। আধুনিক সুযোগ, সুবিধা দিয়ে সাজানো হচ্ছে এই এসি কোচ।
কম খরচে দূর গন্তব্যে যেচে লোকাল ট্রেনের জুড়ি মেলা ভার। কিন্তু, এসি কোচে উঠতে গেলে গাঁটের কড়ি খরচ হবে কত? রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রয়ক্ষমতা এবং আরামের মধ্যে ব্যবধান পূরণ করতে পেরে পূর্ব রেলওয়ে গর্বিত৷
এক নজরে লোকাল ট্রেনে এসি কোচের ভাড়া-
শিয়ালদা মেন লাইনে বিধাননগর (৪ কমি) যেতে খরচ পড়ে জনপ্রতি ৫ টাকা। এসি কোচে সেই ভাড়া হবে ২৫ টাকা। টিকিটের মান্থলি খরচ ১০০ টাকা, যা এসি কোচের ক্ষেত্রে হবে ৩৪৫ টাকা।
শিয়ালদা থেকে টিটাগড় (২১ কমি) যেতে খরচ পড়ে জনপ্রতি ১০ টাকা। এসি কোচে সেই ভাড়া হবে ৫৫ টাকা। টিকিটের মান্থলি খরচ ১৮৫ টাকা, যা এসি কোচের ক্ষেত্রে হবে ৫৯৫ টাকা।
শিয়ালদা থেকে নৈহাটি (৩৮ কমি) যেতে খরচ পড়ে জনপ্রতি ১০ টাকা। এসি কোচে সেই ভাড়া হবে ৮৫ টাকা। টিকিটের মান্থলি খরচ ১৮৫ টাকা, যা এসি কোচের ক্ষেত্রে হবে ৭৬৫ টাকা।
শিয়ালদা থেকে কাঁচরাপাড়া (৪৬ কমি) যেতে খরচ পড়ে জনপ্রতি ১৫ টাকা। এসি কোচে সেই ভাড়া হবে ৯০ টাকা। টিকিটের মান্থলি খরচ ২৭০ টাকা, যা এসি কোচের ক্ষেত্রে হবে ৯২৫ টাকা।
শিয়ালদা থেকে কল্যাণী (৪৮ কমি) যেতে খরচ পড়ে জনপ্রতি ১৫ টাকা। এসি কোচে সেই ভাড়া হবে ৯০ টাকা। টিকিটের মান্থলি খরচ ২৭০ টাকা, যা এসি কোচের ক্ষেত্রে হবে ৯২৫ টাকা।