Advertisment

তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক মেয়র-কন্যা

শাব্বা গতকাল ফেসবুকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন করে পোস্ট করেছিলেন। সেখানে নিজেকে তৃণমূল সমর্থক হিসাবে দাবি করে লিখেছিলেন, নেতৃত্বের ভূমিকায় তিনি লজ্জিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাবার সঙ্গে শাব্বা

বুধবার পোস্ট করে ডাক্তার নিগ্রহের ঘটনায় সরাসরি তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা শাব্বা হাকিম। বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে তিনি জানালেন, কোনও ডাক্তারি পড়ুয়াকে যদি হস্টেল থেকে বের করা দেওয়া হয়, তাহলে তিনি শাব্বার কলেজের জুনিয়রদের কাছে আশ্রয় নিতে পারেন।

Advertisment

প্রসঙ্গত, এদিন দুপুরে এসএসকেএম মেডিক্যাল কলেজে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী ডাক্তারদের হস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষিতে মেয়র-কন্যার ফেসবুক পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

শাব্বা যাদবপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন। সেখানকার ছাত্রছাত্রীরাও এনআরএস কলেজে ডাক্তারি পড়ুয়ার নিগ্রহের প্রতিবাদে আন্দোলনে শামিল হয়েছেন। মুখ্যমন্ত্রীর হুমকির প্রেক্ষিতে ওই কলেজের দুই পড়ুয়া ফেসবুক পোস্ট করে জানিয়েছেন, কোনও মেডিক্যাল কলেজের পড়ুয়াকে যদি হস্টেল ছাড়তে হয়, তাহলে তিনি যাদবপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে স্বাগত। নিজের ওই দুই জুনিয়রের পোস্টটি শেয়ার করেছেন শাব্বা। তিনি লিখেছেন, "কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে তিনি কেপিসি মেডিক্যাল কলেজে চলে আসতে পারেন।"

শাব্বা গতকাল ফেসবুকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন করে পোস্ট করেছিলেন। সেখানে নিজেকে তৃণমূল সমর্থক হিসেবে দাবি করে লিখেছিলেন, দলের নেতৃত্বের ভূমিকায় তিনি লজ্জিত।

tmc NRS
Advertisment