/indian-express-bangla/media/media_files/2025/03/03/0NjAC5sHccmBJSWS7tHA.jpg)
Bengal Weather Update: শহর থেকে জেলা, এবার চড়বে পারদ।
Ajker Kolkata Weather Today:যুদ্ধের উত্তেজনা দেশজুড়ে। পাক বর্বরতার কড়া ভাষায় জবাব দিচ্ছে ভারত। এই পরিস্থিতিতে আরও বেশি তপ্ত হচ্ছে বঙ্গের আবহাওয়া। গত কয়েকদিন দফায়-দফায় ঝড়-বৃষ্টির জেরে, জ্বালাপোড়া গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছিল। তবে এবার ফের ফিরেছে ভ্যাপসা গরম। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত তিন তিন-চারেকের মধ্যে এমন পরিস্থিতির বদলের কোনওরকম সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
গত কয়েকদিন দফায়-দফায় ঝড়-বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অস্বস্তিকর ভ্যাপসা গরমের পরিস্থিতি থেকে মুক্তি মিলেছিল। তবে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শুরু হয়েছে জ্বালাপোড়া গরম। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল পশ্চিমের জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
রবি ও সোমবারেও ওই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও গরমে হাঁসফাঁস দশা ফিরতে পারে। সব মিলিয়ে জ্বালাপোড়া গরমে ফের ছারখার দশা ফিরতে পারে দক্ষিণবঙ্গে। আরও কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও ফের ফিরেছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহরের তাপমাত্রাও ৪০ ডিগ্রির দোরগোড়ায় পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এককথায় ফের একবার ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে তিলোত্তমা মহানগরীতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এবার তাপমাত্রার বৃদ্ধির প্রবল ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। মালদার মতো জেলায় ফের একবার তাপপ্রবাহের পরিস্থিতি ফিরতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এরই মধ্যে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Operation Sindoor:'যদি ওরা (পাকিস্তান) আরও এগোয়, আমরাও থামব না', বললেন শীর্ষ নিরাপত্তা আধিকারিক