Advertisment

'তৃণমূল নেতাদের বাড়িতেই তো টাকা', জোড়াফুলের 'মিশন দিল্লি'কে যারপরনাই কটাক্ষ!

তৃণমূলের দিল্লির প্রতিবাদ কর্মসূচিকে বেনজির কটাক্ষ বিজেপি নেত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Locket chatterjee criticise tmcs delhi protest campaign

রাজ্যের বকেয়া টাকা আদায়ে এবার দিল্লির দরবারে তৃণমূল।

রাজ্যের বকেয়া টাকা আদায়ে এবার দিল্লির দরবারে তৃণমূল। জোড়াফুলের 'মিশন দিল্লি'কে ভয়ানক কটাক্ষ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। 'লোক দেখানো, সার্কাস'…কটাক্ষের সুরে এসব বলতে বলতে আর কিছুই যেন বাদ দিলেন না রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। বিজেপিনেত্রীর টিপ্পনিতে তুঙ্গে চর্চা।

Advertisment

তৃণমূলের 'মিশন দিল্লি' নিয়ে কী বলেছেন লকেট চট্টোপাধ্যায়?

"তৃণমূলের এই সার্কাসে কেউ অংশ বেবে না। উত্তর প্রদেশের উপর দিয়ে গেলে তাঁদের কর্মীদের গায়ে কেউ হাত দেবে না। যে মানুষগুবলিকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তাঁরা তৃণমূল নেতাদের বাড়িতে গেলেই তো টাকা পেয়ে যাবেন। লাখ লাখ লোক বলেছিল, এখন দু-তিন হাজারে নেমেছে। বোঝাই যাচ্ছে লোক দেখানো চলছে। "

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বকেয়া টাকা আদায়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খাস রাজধানীতেই বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। আগামী মঙ্গলবার দিল্লিতে যন্তর-মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এই কর্মসূচির জন্য স্পেশাল ট্রেনের আবেদন জানিয়েছিল তৃণমূল। যদিও রেল স্পেশাল ট্রেনের আবেদনে সাড়া দেয়নি।

আরও পড়ুন- তলে-তলে সত্যিই ‘আঁতাত’ বিজেপি-তৃণমূলের? রাখঢাক না রেখে সোজাসাপ্টা জবাব তথাগতর!

স্পেশাল ট্রেন মেলায় দিল্লি যাওয়ার আগে বিজেপিকে নিশানা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে 'পরিকল্পিত চক্রান্ত', বলে মন্তব্য করেন অভিষেক। ট্রেনে যাওয়ার কথা থাকলেও শেষমেশ এরাজ্য থেকে ৫০টিরও বেশি বাসে দিল্লি অভিযানে তৃণমূল। শহর কলকাতা ছাড়াও তৃণমূলকর্মীদের নিয়ে বিভিন্ন জেলা থেকেও সরাসরি বাস যাচ্ছে দিল্লির উদ্দেশে।

আরও পড়ুন- বকেয়া আদায়ে ‘মিশন দিল্লি’তে অনড় অভিষেক! চেয়েও ট্রেন না পেয়ে বিকল্প পথেই অভিযান

abhishek banerjee delhi West Bengal Locket Chatterjee BJP MP
Advertisment