বৃহস্পতিবার রাজ্য ক্যাবিনেটের বৈঠকে দুটি বড় প্রকল্পের রূপায়নের সিদ্ধান্ত হয়েছে। একটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, অপরটি উৎসশ্রী প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘১ সেপ্টেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তার জন্য আবেদন পত্র জমা দিতে হবে। এই প্রকল্পের মাধ্যমে তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১০০০ টাকা ও বাকি মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন।’
পাশাপাশি ‘উৎসশ্রী’ প্রকল্পের মাধ্যমে শিক্ষকরা চাইলে নিজের জেলায় বাড়ির কাছে বদলির আবেদন করতে পারবেন। নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ‘মন্ত্রিসভার বৈঠকে এই শিক্ষকদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি পোর্টাল চালু হয়েছে। যেসব শিক্ষক নিজের জেলায় বাড়ির কাছে বদলি চান তাঁরা এই পোর্টালে আবেদন করতে পারবেন।‘
মুখ্যমন্ত্রী জানান, ‘অনেক শিক্ষক নিজের জেলায় বাড়ির কাছে বদলি হতে চান। কিন্তু একটা স্কুলের সবাই যদি নিজের জেলায় বদলি হয়ে যান তা হলে তো সমস্যা। তাই এই পোর্টাল করা হয়েছে। যাতে কোনও স্কুলে শিক্ষকের সমস্যা না হয় সেটা মাথায় রেখে বদলি করা হবে।’ সেই পোর্টালে শিক্ষক-শিক্ষিকারা আবেদন করলে শিক্ষা দফতর সেই আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বেশ কিছুদিন ধরেই নিজের জেলায় বদলি চেয়ে আবেদন করছেন শিক্ষক-শিক্ষিকারা। আগে মিউচুয়াল ট্রান্সফার করা হত। এবার এক ধাপ এগিয়ে এই পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলির আবেদন খতিয়ে দেখবে শিক্ষা দফতর। এমনটাই সূত্রে খবর।
এদিকে, এই বৈঠকে মুখ্যমমন্ত্রী আরও বলেন, ‘আমরা আবার দুয়ারে সরকার প্রকল্প চালু করছি। ১৬ অগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। যাঁরা আবেদন করতে চান তাঁরা নিয়ম মেনে আবেদন করতে পারবেন। দুয়ারে সরকারে আবেদন করতে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, উপজাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, শিক্ষাশ্রী, জয় জোহর, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজের জন্য আবেদন করা যাবে। এছাড়া জমির মালিকানা সংক্রান্ত সমস্যার আবেদনও করা যাবে এবার।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন