পরিযায়ীদের রেল ভাড়া বিতর্কের অবসান? ভিন রাজ্য থেকে বাংলায় ফেরৎ পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড় মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। রেলকে চিঠি দিয়ে জানাল নবান্ন। শনিবার টুইটে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটবার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আমাদের পরিযায়ীদের পরিশ্রমকে কুর্নিশ। খুশির সঙ্গে জানাচ্ছি যে, ভিন রাজ্য থেকে ট্রেনে করে বাংলায় আগাত পরিযায়ী শ্রমিকদের রেল ভাড়া মেটাবে পশ্চিমবঙ্গ সরকার। কোনও পরিযায়ীকে ভাড়া গুনতে হবে না।'
সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগামী এক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আটকে থাকা রাজ্যবাসীদের ১০৫ ট্রেনে বাংলায় ফেরানো হবে। সেই ট্রেনগুলির সব যাত্রীর ভাড়াও রাজ্য সরকার মেটাবে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি জানান, 'পরিযায়ীদের তালিকা তৈরি করা হয়েছে, রেল বোর্ড ও অন্য রাজ্যগুলিকেও এ বিষয়ে জানানো হয়েছে।'
লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের স্পেশাল রাজধানী ট্রেনে করে ঘরে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তবে, রেলের ভাড়ার একাংশ বহন করতে হবে সশ্লিষ্ট রাজ্য বা যাত্রীদেরই। কেন্দ্রের এই ধোষণার পরই দেশজুড়ে বিতর্ক দানা বাঁধে। লকডাউনে কাজ হারানো চরম দুর্দশাগ্রস্ত পরিযায়ী শ্রমিকরা কোথা থেকে সেই ভাড় জোগাড় করবে তা নিয়ে প্রশ্ন তোল বিরোধী শিবির। কেন কেন্দ্র পরিযায়ীদের রেলের ভাড়া মেটাবে না তা নিয়েও সরব হতে দেখা যায়।
এখানেই শেষ নয়। এ রাজ্যের পরিয়ায়ীদের ফেরানোকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য তরজা চরমে। মমতা সরকার রাজ্যের মদ্যে দিয়ে ট্রেন চলাচলের অনুমতি দচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রেলমন্ত্রকও কার্যত একই অভিযোগ করে। পাল্টা, রেলের দাবিকে 'ভুল ও বিভ্রান্তিকর' বলে জানান রাজ্যের স্বারাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এরই মধ্যেই বেশ কয়েকটি স্পেশাল ট্রেনে করে রাজ্যে ফেরেন পরিযায়ী সহ ভিন রাজ্যে আটকে পড়া বাংলার মানুষেরা। কিন্তু, ভাড়া বিতর্ক বা পরিযায়ীদের ফেরা নিয়ে কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব থামেনি। ১০৫টি স্পেশাল ট্রেনে রাজ্যবাসীকে ফেরানোর পরই সরব হন রেলমন্ত্রী পিযূস গোয়েল। মমতা ঘোষণাকে 'লোক দেখানো' বলে তিনি জানান, 'বাংলায় প্রতিদিন একশর বেশি ট্রেনে পরিযায়ীদের ফেরা উচিত। সেখানে এক মাস ধরে ১০৫টি ট্রেনে আটকে পড়াদের ফেরানো হবে। সত্যিই বাংলার শ্রমিকদের অবস্থা আরও করুণ হচ্ছে।' কেন্দ্রের বিরুদ্ধে 'রাজনীতির' অভিযোগ তোলে রাজ্যের শাসক দল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন