/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/SP.jpg)
দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ছবি।
জেলার পুলিশ সুপারের বিদায়ী পর্বের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে তরজা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্ট করা একটি ভিডিও ঘিরে চর্চার শেষ নেই। পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন এখন হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপারের দায়িত্ব সামলাবেন। তার আগে বর্ধমান শহরে তাঁর বিদায়বেলার রাজকীয় অনুষ্ঠান এখন লোকের মুখে-মুখে ফিরছে। পুলিশ সুপারের বিদায়-পর্বের তাক লাগানো অনুষ্ঠানের সঙ্গে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে তুলনা টেনেছেন বিরোধী দলনেতা।
The recent Administrative reshuffle by the WB Govt involved the transfer & swapping of 31 IPS & 20 IAS Officers across several districts of the state.
SP Purba Bardhaman; Mr. Kamanasish Sen has been transferred as the SP of Hooghly Rural Police district.
Impressed with his… pic.twitter.com/pJaXIJNhtQ— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 14, 2023
সম্প্রতি ডিএম ও এসপি-দের একাংশ-সহ পুলিশের উপরমহলে বড়সড় রদবদল ঘটিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার ১২ জেলাশাসকের রদবদলের পাশাপাশি একাধিক জেলার পুলিশ সুপার, ডিআইজি এমনকী কলকাতা পুলিশের শীর্ষপদেও রদবদল করা হয়েছে। তেমনভাবেই হুগলি গ্রামীণ এলাকার পুলিশ সুপার পদে বদলি হয়েছেন কামনাশিস সেন। তিনি পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ছিলেন।
এই কামনাশিস সেনের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, "তাঁর (কামনাশিস সেন) নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতায় মুগ্ধ যা পঞ্চায়েত নির্বাচনের সময় সম্পূর্ণরূপে দেখা গিয়েছিল। তিনি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল প্রার্থীদের পক্ষে ভোট লুঠ এবং বুথে কারচুপিতে সাহায্য করেছিলেন। এখন প্রশাসন তাঁর দক্ষতাকে কাজে লাগিয়ে হুগলি জেলার বালি খনিগুলি পরিচালনা করতে চাইছে। যাতে তৃণমূল নেতৃত্বের অবৈধ বালি খনির কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে পারে।"
আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’ বলেছিলেন ‘সাহেবকে কেউ ছুঁতে পারবে না’, তা নিয়ে অভিষেক কী বললেন?
নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিও-য় ফুল দিয়ে সাজানো একটি গাড়িকে দড়ি দিয়ে টেনে আনতে দেখা যাচ্ছে কয়েকজনকে। ছড়ানো হচ্ছে ফুল। এগুলো যাঁরা করছেন তাঁরা পুলিশকর্মী বলেই দাবি বিরোধী দলনেতার। তাঁদের কয়েকজনকে জলপাই রঙের পোশাকও পড়ে থাকতে দেখা গিয়েছে। গাড়ির উপরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিই পূর্ব বর্ধমানের বিদায়ী পুলিশ সুপার কামনাশিস সেন বলে দাবি বিরোধী দলনেতার। রথযাত্রার দিনে যেমন প্রভু জগন্নাথ দেবের রথ দড়ি দিয়ে টেনে আনতে দেখা যায় ভক্তদের, তেমনই 'বিদায়ী পুলিশ সুপার'-এর গাড়িও দড়ি দিয়ে টেনে আনতে দেখা গেল।
আরও পড়ুন- অভূতপূর্ব কৃতিত্বে ‘জগৎশ্রেষ্ঠ সম্মান’, বাংলার মুখ উজ্বল করলেন দুই ‘সোনার মেয়ে’
এক্স হ্যান্ডেলে বিষয়টির তুমুল সমালোচনা করে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, "তিনি (পূর্ব বর্ধমানের বিদায়ী পুলিশ সুপার কামনাশিস সেন) বর্ধমানের বিলাসবহুল হোটেল সিনক্লেয়ার্সে নিজের জন্য একটি বিদায়ী পার্টির আয়োজন করেছিলেন। চলে যাওয়ার আগে সহকর্মীদের সঙ্গে একটি সন্ধ্যা উপভোগ করা ঠিকই আছে। তবে তিনি কীভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন তা দেখুন। রথযাত্রার সময় ভক্তরা যেভাবে ভগবান জগন্নাথের রথকে টেনে নেন, একইভাবে তাঁর বাহনও দড়ি দিয়ে টানা হচ্ছিল। ভক্তদের জায়গায় সিভিক ভলান্টিয়াররা ছিলেন যাঁরা তুচ্ছ বেতন পান।"
আরও পড়ুন- ফণা তুলেছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গে দুর্যোগের পালা কতদিন? আজ কোন কোন জেলায় প্রবল বৃষ্টি?
এই ভিডিও পোস্ট করে পূর্ব বর্ধমানের বিদায়ী পুলিশ সুপারকে বিঁধে বিরোধী দলনেতা আরও লিখেছেন, "কামনাশিশ সেন নিজেকে কী মনে করেন? পূর্ব বর্ধমান জেলার রাজা এখন হুগলি জেলায় তাঁর রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? এই ভিডিওটি একটি সম্পূর্ণ লজ্জাজনক এবং আপত্তিকর।"
পরিবহন অ্যাপে দেখা যাচ্ছে, যে গাড়িটিতে করে আইপিএস-কে ঘোরানো হয়েছিল সেটি ভদ্রেশ্বর অ্যাগ্রো ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের। গাড়িটির নম্বর- WB42BC8889।