Advertisment

ছয় লেখকের সংকলিত পুজোর ক্যানভাস

টুক-টুক গতিতে এগোতে থাকা অনলাইন সাহিত্যের গতি বৃদ্ধি পেতে শুরু করেছে লকডাউনের শুরু থেকেই। এখন সেটাই একটা বড় সাহিত্যের সম্ভাব তৈরি করে ফেলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সারা বছর আমবাঙালী অপেক্ষা করে থাকত পুজো সংখ্যার জন্য। সে এক অন্যরকম অনুভূতি। এভাবে মহালয়া থেকেই অলস সময় কেটে যেত। করোনা আবহে এবার সব কিছু ওলোট-পালোট হয়ে গিয়েছে। ছাপা কপির বদলে অনলাইন ক্রমশ থাবা বসাচ্ছে সাহিত্য-চর্চায়। টুক-টুক গতিতে এগোতে থাকা অনলাইন সাহিত্যের গতি বৃদ্ধি পেতে শুরু করেছে লকডাউনের শুরু থেকেই। এখন সেটাই একটা বড় সাহিত্যের সম্ভাব তৈরি করে ফেলেছে। তবে এরই মধ্যে বইপ্রকাশও চলছে।

Advertisment

এখনকার সাহিত্যে উঠে আসছে হিংসার বিবরণ। অশান্তির বাতাবরণেও খুঁজে ফিরছি সাহিত্য মন। এখন কী ভাবছেন নতুন প্রজন্মের লেখকরা? চিন্তনকে কতটা তাড়া করছে করোনা আবহ? লেখার মধ্য কতটাই বা ফুঁটে উঠছে করোনা পরিস্থিতি? সম্প্রতি এসব নানা বিষয়ই উঠে এল দক্ষিণ কলকাতার এক প্রেক্ষাগৃহে আলোচনা সভায়। উদ্বোধন হল ছয় লেখকের সাহিত্য সংকলন।

এইসময়ের ছয় লেখক অরিন্দম আচার্য, দেবারতি ভৌমিক, অর্পিতা সরকার, শোভন কাপুড়িয়া, ঐশিক মজুমদার, অতনু প্রঞ্জান। তাঁদের লেখার সংকলিত পুজোর ক্যানভাস। সম্প্রতি প্রকাশিত হল এই ক্যানভাস। যা এরপর ই-বুক আকারেও প্রকাশিত হবে। ধীরে ধীরে বদলাচ্ছে বই পড়ার চেনা অভ্যাস। ক্যানভাসেও ফুটে উঠেছে করোনা আবহের ছবি। লেখকের লেখায় কোথাও কোথাও না রয়েছে করোনার ছোঁয়া। মাস্ক, স্যানিটাইজার ছাড়া এখন সমাজ ব্যবস্থাও অচল। সে সব বিষয়ও উঠে এসেছে এই ক্যানভাসে।

Durga Puja 2020
Advertisment