/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/police_35d3fd.jpg)
দুই মহিলাকে আটক করেছে পুলিশ।
Shots aimed at the police: আসামী ধরতে গিয়ে হাড় হিম অভিজ্ঞতা হল পুলিশের। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ। প্রাণ বাঁচিয়ে কোনওক্রমে এলাকা ছেড়ে পালায় পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা কুলতলির এই ঘটনা এখন জোর চর্চায়। এলাকায় অতিরিক্ত ফোর্স পাঠানোর তোড়জোড় পুলিশের।
জানা গিয়েছে, সোমবার সকালে কুলতলির জ্বালাবেড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে মূর্তি বিক্রির টোপ দিয়ে প্রতারণা ও লুঠপাটে অভিযুক্তকে ধরতে অভিযানে গিয়েছিল বারইপুর জেলা পুলিশ। প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম লস্কর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। তার বিরুদ্ধে সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণার অভিযোগ রয়েছে।
প্রথমে মূর্তি বিক্রির টোপ দিয়ে ক্রেতাদের ডেকে পাঠানো হতো। পরে তার বলে দেওয়া ঠিকানায় গেলে সেখানে তাদের সর্বস্ব লুঠ করতো সাদ্দাম। এমনই অভিযোগ বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গা থেকে মিলছিল। শেষমেশ অভিযুক্তকে গ্রেফতার করার ছক কষে পুলিশ। সেই মতো সোমবার সকালে চলে অভিযান।
পয়তারহাটে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে পুলিশ চালানোর অভিযোগ ওঠে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান পুলিশকর্মীরা। কোনও মতে সেখান থেকে পালিয়ে বাঁচে গুটি কয়েক পুলিশকর্মী। তল্লাশি চালিয়ে দুই মহিলাকে পুলিশ আটক করেছে। এলাকায় আরও অতিরিক্ত ফোর্স পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।