Advertisment

তাপপ্রবাহ-দাবদাহ বাংলা জুড়ে, আগামীকাল থেকে স্কুল-কলেজ বন্ধের নোটিশ জারি

কতদিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?

author-image
IE Bangla Web Desk
New Update
school education, west bengal heat wave

কাল থেকে বন্ধ স্কুল-কলেজ

প্রখর তাপমাত্রা, দাবদাহ গোটা বাংলা জুড়ে। বেলা হলেই হল্কা, বইছে লু! তাপমাত্রা সর্বদা ৪১-৪২ ডিগ্রির কাছাকাছি। ছাত্রদের স্বার্থে স্কুলের ছুটি ঘোষণা করার অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

সেই কথামতই, আগামীকাল থেকে সাতদিন ব্যাপী ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ শিক্ষা সংসদ। প্রচণ্ড গরমে বাচ্চাদের স্কুলে যাওয়া এবং বাড়ি আসা দুর্বিষহ। ছুটির নোটিশ দেওয়া হয়েছে স্কুল শিক্ষা পর্ষদের তরফে। তাতে কী লেখা রয়েছে?

publive-image

প্রচণ্ড গরম, এবং লু এর কারণে রাজ্যের সমস্ত স্কুল ( সরকারি / বেসরকারি / স্বয়ংশাসিত ) বন্ধ রাখা হবে আগামীকাল থেকে। একসপ্তাহ জুড়ে এই ছুটি চলবে, আবার প্রয়োজনে বাড়ানো হতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত, পরবর্তী নোটিশ জারি করা হয় ততদিন বন্ধ থাকবে স্কুল। কেবলমাত্র, পাহাড়ি এলাকার স্কুলগুলোর ক্ষেত্রে এক নিয়ম বিধিবদ্ধ নয়। শুধু ছাত্ররা নয়, বরং টিচিং এবং নন টিচিং স্টাফেরও স্কুলে আসার প্রয়োজন নেই। পরবর্তীতে স্কুল খুললে, প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের আয়োজন করা যেতে পারে সিলেবাস সম্পূর্ন করার জন্য।

শুধু স্কুল নয়, বরং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের তরফেও একই নোটিশ জারি করা হয়েছে। উপাচার্যদের বিশেষ অ্যাকশন নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যদিও ১৩ই এপ্রিল একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল, মে মাসের ২ তারিখ থেকেই গরমের ছুটি পড়ে যাবে। তবে, প্রখর গরমের কারণেই সেই তারিখ এগিয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছু স্কুলে এখনও বাকি রয়েছে পরীক্ষা গ্রহণ। সেই নিয়েও সমস্যা হতে পারে। এখন এই পরীক্ষা ঠিক কবে নাগাদ গিয়ে হয়, সেটাই দেখার। শেষ কিছুদিনে বাংলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছিল। সকাল ১১টা থেকে বেলা সাড়ে তিনটে পর্যন্ত বাড়ি থেকে না বেরনোর কথাই জানানো হয়েছিল।

Education West Bengal
Advertisment