শীতের আমেজ থাকলেও উধাও হাড় কাঁপানো ঠান্ডা। বরং নতুন বছরের প্রথম দিনেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শহর কলকাতার পাশাপাশি আবহাওয়ার এই পরিস্থিতি বহাল অধিকাংশ জেলাতেই। আপাতত দিন তিনেক এমন পরিস্থিতিই থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের শুরুর কয়েকদিন দিন শীতের অনুভূতি থাকলেও থাকবে না দাপট।
আজ নতুন বছর ২০২৩-এর প্রথম দিন। বছর শুরুর এই দিনে উধাও জাঁকিয়ে শীত। শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়ছে। গতরাতেই এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গিয়েছে তাপমাত্রা। রবিবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
আরও পড়ুন- জোকা-তাড়াতলা রুটে সোমবার থেকে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো, জানুন সময়সূচি সহ পরিষেবার খুঁটিনাটি
আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত দিন তিনেক এমন পরিস্থিতিই থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিন সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় থাকতে পারে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়তেই সরবে সেই কুয়াশার চাদর।
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলং, কালিম্পং জেলার পার্বত্য এলাকাগুলিতে রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির হাত ধরেই পাহাড়ি দুই জেলায় শীতের দাপট আরও বাড়বে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ছাড়া আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
আরও পড়ুন- কেমন কাটল ২০২২? বছর শেষে নিজেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এবছর এখনও পর্যন্ত জাঁকিয়ে শীতের দেখা নেই। হাড় কাঁপানো ঠান্ডার স্বাদ থেকে এখনও বঞ্চিতই থেকে গিয়েছেছেন বঙ্গবাসী। জমিয়ে ঠান্ডার স্বাদ এবার কি আদৌ মিলবে? এপ্রশ্নের উত্তর কিন্তু এখন অধরাই থেকে গিয়েছে।