Siliguri Bengal Safari Park:শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল বেঙ্গল শাবকের মর্মান্তিক মৃত্যু। জানা গিয়েছিল, শাবক তিনটির মায়ের ভুলের কারণেই তাদের এমন মৃত্যু। পশুরা সাধারণত তাদের সদ্যোজাত সন্তানদের মুখে চেপে অন্যত্র সরায়। এক্ষেত্রেও তাই হয়েছিল। শাবক তিনটিকে মা অন্যত্র সরাতে গিয়ে ভুলবশত তাদের ঘাড়ের কাছে কামড় বসিয়েছিল। সম্ভবত সেই কারণেই শাবক তিনটির মৃত্যু বলে মনে করছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে ওই তিনটি শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রিকা। ছোট্ট তিনটি ফুটফুটে রয়্যাল বেঙ্গল শাবকের জন্মের পর তাদের রক্ষণাবেক্ষণে কোনও ফাঁক রাখেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণেও রাখা হচ্ছিল তাদের। তবে এরই মধ্যে শাবক তিনটির মায়ের ভুলবশত ঘাড়ে কামড় বসানোয় এই মর্মান্তিক মৃত্যু ঘটে গেল।
আগেই মৃত্যু হয়েছিল দুটি শাবকের। বাকি একটি শাবককে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করছিলেন চিকিৎসকরা। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে ওই শাবকটিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার রিকার ভুলের মাশুল দিতে হলো তার বাচ্চাদের। এমনই বলছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। তবে নিতান্ত অসাবধানতাবশত সন্তানের রক্ষণাবেক্ষণ করতে গিয়েই এই কান্ড ঘটেছে বলে তারা জানিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: রাজ্যসভার ভোটে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, জহরের ইস্তফায় ফাঁকা হয় আসন
আরও পড়ুন- Bangladesh Unrest: বাংলাদেশে ফের মৌলবাদীদের নিশানায় ISKCON, লক্ষ্মী-নারায়ণ মন্দিরে আগুন লাগানোর অভিযোগ রাধারমন দাসের
বেঙ্গল সাফারি পার্কে এই তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার শাবকের জন্মের পর খুশির হাওয়া বইছিল। পর্যটনের সময় শুরু হতেই এই তিনটি শাবকের জন্ম হওয়ায় আনন্দে ছিলেন চিড়িয়াখানার কর্তারাও। তবে মুহূর্তের অসতর্কতার চরম মাশুল গুনতে হলো। এক্ষেত্রে মা রয়্যাল বেঙ্গল টাইগারের ভুলের কারণেই তার সন্তানদের মৃত্যু হল।